ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অন্যান্য দল

মৌলভীবাজারে কাজী আরেফের ১৮তম মৃত্যুবার্ষিকী পালন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
মৌলভীবাজারে কাজী আরেফের ১৮তম মৃত্যুবার্ষিকী পালন স্মরণ সভায় বক্তারা, ছবি: সংগৃহীত

ঢাকা: জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা জাতীয় বীর শহীদ কাজী আরেফ আহম্মদের ১৮তম মৃত্যুবার্ষিকী মৌলভীবাজারে পালন করা হয়েছে।

আরেফ পরিষদ জেলা শাখার উদ্যোগে গত ১৬ ফেব্রুয়ারি বিকেল ৪টায় জেলা পৌরসভা মিলনায়তনে কেন্দ্রীয় জাসদের সহ-সভাপতি গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে ও আরেফ পরিষদ মৌলভীবাজারের সদস্য সচিব আ.স.ম সালেহ সুহেলের পরিচালনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জে.এস.ডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদ, প্রবীণ জাসদ নেতা মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, আয়কর আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুর রহমান প্রমুখ।

এতে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু, হবিগঞ্জ জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট তাজউদ্দিন সুফী, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, জে.এস.ডি নেতা আহসান উদ্দিন চৌধুরী সুইট, মৌলভীবাজার জেলা জাসদ নেতা মুহিবুর রহমান, মইনুল ইসলাম শামীম, হারভি হেভেন অপু, হাসান আহমদ রাজা, আব্দুল আজিজ রুপম, সোহেল সামাদ পলাশ, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন খান প্রমুখ।  

সভায় প্রধান অতিথির বক্তব্যে শরীফ নুরুল আম্বিয়া বলেন, আরেফ হত্যাকাণ্ড কোনো সাধারণ হত্যাকাণ্ড হতে পারে না। রাজনৈতিক কারণেই তাকে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের বিচার হলেও পরিকল্পনাকারী ও ইন্ধনদাতারা এখনও রয়েছে বিচারের বাহিরে।

তিনি আরেফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদ সভাপতি কাজী আরেফ আহমেদ।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।