ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফখরুলের গাড়িবহরে হামলার নিন্দা শত নাগরিকের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
ফখরুলের গাড়িবহরে হামলার নিন্দা শত নাগরিকের

ঢাকা: রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণে রাঙ্গামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শত নাগরিক জাতীয় কমিটি।

রোববার (১৮ জুন) সংবাদ মাধ্যমে পাঠানো শত নাগরিক জাতীয় কমিটির সদস্য সচিব আবদুল হাই শিকদার স্বাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

কমিটির নেত‍ারা বিবৃতিতে বলেন, ‘মির্জা ফখরুল ইসলামের মতো এমন সজ্জন রাজনীতিবিদের ওপর এই বর্বরোচিত হামলার প্রতিবাদে জানানোর ভাষা আমাদের জানা নেই’।

‘আমরা মনে করি, সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ত্রাণবাহী বহরে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এ হামলা গণতন্ত্র ও পরমতসহিষ্ণুতার ওপর হামলা’।

অবিলম্বে এ হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবিও জানান বিবৃতিদাতারা।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।