রোববার (২৫ জুন) দুপুরের গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মহাসড়ক ও যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে এ মন্তব্য করেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জনগণ যখন আমাদের কাজে খুশি হয়, তখন বিএনপি অখুশি হয়।
মন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে, আশা করি আবার স্বস্তিতে কর্মস্থলে ফিরে আসবে। বৃষ্টি-বাদল হলে একটু ভোগান্তি বাড়তো। গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক হয়েছে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, বিআরটি প্রকল্প পরিচালক মো. সানাউল হক, ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
আরএস/বিএস