ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করছেন খালেদা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করছেন খালেদা  ত্রাণ বিতরণ করছেন খালেদা জিয়া- ছবি: বাংলানিউজ

কক্সবাজার থেকে: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  সোমবার (৩০ অক্টোবর) বেলা ১টায় ময়নারঘোনা ক্যাম্পে ত্রাণ বিরতণ শুরু করেন। 

এখানে ত্রাণ বিতরণ শেষে হাকিমপাড়া ও বালুখালী ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।  

ত্রাণ বিতরণে তার সঙ্গে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জেলা বিএনপি সভাপতি শাজাহান চৌধুরী, দলের মৎস বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল নেত্রীর সঙ্গে আছেন।

এছাড়া খালেদা জিয়ার সিকিউরিটি ফোর্সের সদস্যরা।  


কক্সবাজার রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করতে গত শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে গুলশান কার্যালয় থেকে রওয়ানা হন বিএনপি প্রধান।  

**খালেদার ত্রাণের অপেক্ষায় রোহিঙ্গারা

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এমইউ/এএম/বিএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।