শনিবার (০৪ নভেম্বর) দুপুর ২ টা ১৫ মিনিটে সাবেক রাষ্ট্রপতির মরদেহ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছানোর পর জানাজা শুরু হয়। জানাজা শেষে পরবর্তী জানাজার জন্য সাবেক রাষ্ট্রপতির মরদেহ হাইকোর্ট প্রাঙ্গণে নেয়া হবে।
হাইকোর্টে জানাজা শেষে বিকেল তিনটায় জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় এবং বাদ আছর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে চিরসমাহিত হবেন সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস।
শুক্রবার (৩ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আব্দুর রহমান বিশ্বাস। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর বনানীর বাসভবন থেকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
দেশে সংসদীয় শাসন-ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে সেই সংসদ আব্দুর রহমান বিশ্বাসকে ১১তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে। ১৯৯৬ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি।
নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জানাজার উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, হাবিব উন নবী খান সোহেল, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এএম/আরআই