শনিবার (০৪ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের চন্দনাইশের পথসভা করে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হন তিনি। আরও চারটি পথসভা করবেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।
এর আগে দুপুরে আনোয়ারার আখতারুজ্জামান বাবু'র মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা শেষে কক্সবাজারের পথ ধরেন তিনি। তার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
রাস্তার দুই পাশে বাস, ট্রাক ও ভ্যানে করে মানুষের ঢল চান্দনাইশ সড়কের পাশে কাঞ্চননগর স্কুলের মাঠে সভায় মিলিত হন।
সভায় ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না। সংবিধানের বাইরে যাবার প্রশ্নই ওঠে না। কাউকে জেতানোর জন্য তত্ত্বাবধায়ক সরকার আর কখনই আসবে না।
প্রায় দুই কিলোমিটার সড়কপথে মানুষের ভিড় ঠেলে বিকেল সাড়ে ৩টায় ওবায়দুল কাদের স্কুল মাঠে প্রবেশ করেন। পরে সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের এ শোডাউনে নারী পুরুষসহ হাজার হাজার মানুষের ঢল দেখা গেছে।
রোহিঙ্গা পরিস্থিতির পর থেকে ওবায়দুল কাদের প্রায় এক মাসের মতো কক্সবাজার চষে বেরিয়েছেন।
বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া সড়কপথে কক্সবাজার যাওয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এভাবে কক্সবাজার যাওয়া।
পথসভায় আগামী সংসদ নির্বাচন নিয়ে নানা দিক-নির্দেশনা দিচ্ছেন ওবায়দুল কাদের।
সরকারের উন্নয়ন তুলে ধরে কাদের বলছেন, উন্নয়ন হয়েছে আরও হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এসএ/বিএস