ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৩২ ধারায় সাংবাদিকদের আতঙ্কিত হবার কিছু নেই: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
৩২ ধারায় সাংবাদিকদের আতঙ্কিত হবার কিছু নেই: হানিফ বক্তব্য রাখছেন মাহবুব উল আলম হানিফ

মেহেরপুর: ৩২ ধারা সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, এ ধারায় সাংবাদিকদের আতঙ্কিত হবার কিছু নেই। যারা অপরাধের সঙ্গে জড়িত তারাই এ ধারা নিয়ে আতঙ্কের মধ্যে থাকবে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মেহেরপুরে জেলা আওয়ামী লীগের জনসভা শুরুর প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হাইকোর্টে পুলিশের ওপর হামলার বিষয়ে হানিফ বলেন, ওইদিন পুলিশের ওপর যারা হামলা চালিয়েছে তাদের ভিডিও ফুটেজ রয়েছে।

অন্য দলের ওপর দায় চাপানোর কোনো সুযোগ নেই।

পরে শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশাল জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাহবুব উল আলম হানিফ।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ।

জনসভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী জাফরুল্লাহ বলেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগ কথায় না বাস্তব গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি মিডিয়ার মাধ্যমে যে সব কথা ছড়াচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।

তিনি আরো বলেন, বিএনপি আবারো ২০১৩ সালের মত জ্বালাও পোড়াও আন্দোলনে ফিরে যেতে চায়।

জনসভায় উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল হোসেন, পারভিন জামান কল্পনা।

এছাড়াও বক্তব্য রাখেন-মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামান খোকনসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।