ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আজ থেকেই সর্তক থাকবে আওয়ামী লীগ: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
আজ থেকেই সর্তক থাকবে আওয়ামী লীগ: কাদের

ঢাকা: আগামী বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে আজ থেকেই আওয়ামী লীগ নেতা-কর্মীরা সর্তক থাকবেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

সম্পাদকমণ্ডলীর ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথসভা শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, রায়ের আগে ও পরে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আজ থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা সতর্ক থাকবেন।


তিনি বলেন, দেশের জনগণের জানমাল নিরাপত্তায় স্বার্থে প্রয়োজনে আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবো।  

৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে কোনো প্রকার উস্কানি না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা এখন ক্ষমতায় আছি। গায়ে পড়ে আমরা কেন দেশে অশান্তি ডেকে আনবো?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা যদি উস্কানি দেয়, হাইকোর্টের সামনে প্রিজন ভ্যানে হামলা চালানোর মতো পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী তা মোকাবেলা করবে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের সহযোগিতা করবে।

** ৮ ফেব্রুয়ারি বিস্ফোরক-ধারালো অস্ত্র বহন-মিছিল নিষিদ্ধ

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক সাদেক খান, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এমইউএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।