বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওয়ানা হন খালেদা। আধাঘণ্টায় তেজগাঁও সাত রাস্তা এসে পৌঁছালে হঠাৎ জড়ো হন কয়েকশ নেতাকর্মী।
নেতাকর্মীরা মিছিল-স্লোগানসহকারে খালেদার গাড়ি বহর আদালতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে হাতিরঝিল ক্রসিং পার হওয়ার সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সামান্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সাত রাস্তা ফ্লাইওভারের নিচে গাড়ি বহর পৌঁছালে বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়।
কয়েক মিনিটের মধ্যে গাড়ি বহর ঘিরে ফেলেন কয়েকশ নেতাকর্মী। এতে দ্রুত এগোতে পারছেন খালেদার গাড়ি বহর। ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি হাবীব-উন নবী খান সোহেলকে গাড়ি বহরের ঠিক সামনে দেখা গেছে। নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে এগিয়ে নিয়ে চলেছেন বহর।
কাকরাইল এলে নেতাকর্মীরা মোটরসাইকেলে আগুন ও ভাঙচুর করেন। এসময় পুলিশ ফাঁকা গুলিও ছোড়ে। মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ ও আমির খসরু মাহমুদ পুলিশের বাধা পেয়ে হেঁটে আদালতে যাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসএ/এএ