ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাঙামাটিতে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
রাঙামাটিতে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৩০ রাঙামাটিতে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৩০

রাঙামাটি: রাঙামাটিতে পুলিশ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন  আহত হয়েছেন। 

সংঘর্ষ চলাকালে পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের কোর্ট বিল্ডিস্থ হ্যাপীর মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ, ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শহরের রাজবাড়ি স্টেডিয়াম এলাকায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সুপায়ন চাকমাকে একা পেয়ে পাহাড়ি ছাত্র পরিষদের ২০/২৫ জন নেতাকর্মী লাটিসোঠা নিয়ে হামলা চালান। এ ঘটনার খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা শহরের তবলছড়ি, রিজার্ব বাজার, বনরূপা, ভেদভেদী এবং বনরূপাসহ আশপাশ এলাকা থেকে বিক্ষাভ মিছিল নিয়ে শহরের কোর্ট বিল্ডিং এলাকায় জড়ো হন। পুলিশ তাৎক্ষণিক কাছেই হ্যাপীর মোড়ে অবস্থান নেয়। এসময় পূর্ব ঘোষণা ছাড়া মিছিল নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। একপর্যায়ে পুলিশ জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজকে বেত্রাঘাত করলে উভয়পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। পরে লাঠিচার্জ করে এবং টিয়ারশেল ও শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন।

সংঘর্ষ চলাকালে পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
 
বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।