ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি বিদেশিদের কাছে নালিশ জানাচ্ছে 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
বিএনপি বিদেশিদের কাছে নালিশ জানাচ্ছে  জনসভায় ওবায়দুল কাদের-ছবি-বাংলানিউজ

ধামরাই (ঢাকা): খালেদা জিয়া জেলে যাওয়ার পর দেশের জনগণের মধ্যে কোনো প্রতিক্রিয়া হয়নি। তাই বিএনপি এখন দেশের রাজনীতি নিয়ে বিদেশিদের কাছে নালিশ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাইয়ের চৌহাটে বংশী নদীর উপর নবনির্মিত সেতু উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, আমাদের দেশে গণতন্ত্র কায়েম করতে হবে।

আমরা অন্যায় করলে দেশের জনগণের কাছে নালিশ করতে পারে বিরোধী দল। কিন্তু বিদেশিদের কাছে তারা নালিশ করছে। তারা কি আমাদের দেশের গণগন্ত্র এনে দিতে পারবে?

তিনি বলেন, বিগত নয় বছরে নয় মিনিটও বিএনপির আন্দোলন টিকেনি। আন্দোলনের ডাক দিয়ে তারা ঘরে বসে থাকে।

তিনি তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, জনগণের সঙ্গে ভালো আচরণ করুন। ক্ষমতা চিরদিন থাকবে না। নির্বাচন এলে বসন্তের অতিথি হয়ে আসলে তাদের কেউ আশ্রয় দেবে না। দলের লোক দল করুন, কিন্তু কাজের লোককে ভোট দেবেন।

মন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস ও মাদক ব্যবসা একটি জামিন অযোগ্য অপরাধ। তাদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা এম এ মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহাবুবুর রহমানসহ ধামরাই উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।