ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আগামী সংসদ নির্বাচন হবে অংশগ্রহণমূলক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
আগামী সংসদ নির্বাচন হবে অংশগ্রহণমূলক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকারের অধীনেই ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।  আর নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকারের স্বপ্ন দেখে, কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হবে না।

ক্ষমতাসীন দলের অধীনেই এ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন হবে।

‘২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। তারা জ্বালাও-পোড়াও করে বুঝতে পেরেছে তাদের সেগুলো ভালো কাজ হয়নি। তাই খালেদা জিয়ার সাজা হবার পরও তারা জ্বালাও-পোড়াও করেনি। সুতারাং আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক নির্বাচন। সে নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে’।

কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশের সভাপতিত্ব করেন- কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আমির হোসেন মাস্টার।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।

সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে দেশের উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে বিজয়ী করার আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি আমলে দেশে কোনো উন্নয়ন হয় না। আওয়ামী লীগ এলে উন্নয়ন হয়।
 
ভোলার গ্যাস ব্যবহারের মাধ্যমে আরো এক হাজার মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হবে বলেও জানান তিনি।

** ভোলা হবে বাংলাদেশের সিঙ্গাপুর: তোফায়েল

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।