ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

৭ মার্চ নিয়ে মঞ্চে গান গাইলেন মমতাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
৭ মার্চ নিয়ে মঞ্চে গান গাইলেন মমতাজ আওয়ামী লীগের সমাবেশ মঞ্চে গান গাইলেন মমতাজ (ফাইল ফটো)

সোহরাওয়ার্দী উদ্যান থেকে: বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমাবেশ মঞ্চে গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও দলের সংসদ সদস্য মমতাজ।

‘রেসকোর্সের ময়দানে ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু দিয়েছিলেন একটি ঘোষণা, বঙ্গবন্ধু দিয়েছিলেন মুক্তির ঘোষণা। সেই কথা সবাই জানে সেই কথা সবাই মানে, মানে না স্বাধীনতার শত্রু যেইজনা।

বঙ্গবন্ধু দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা...’ এমন কথার গানে সমাবেশে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন মমতাজ।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। দুপুর ২টায় শুরু হওয়া সমাবেশে বিকেলে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরইমধ্যে সমাবেশে মঞ্চে উপস্থিত হয়েছেন দলের শীর্ষ নেতারা।

বেলা ১টা ৫০ মিনিটে সমাবেশের মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এসআইজে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।