ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কেসিসি নির্বাচন

ভোটারদের নজর কাড়তে ১৯১ প্রার্থীর দৌড়ঝাঁপ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
ভোটারদের নজর কাড়তে ১৯১ প্রার্থীর দৌড়ঝাঁপ কেসিসি নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।

খুলনা: খুলনা সিটির ১৭.৬২ বর্গমাইল জুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে। চায়ের টেবিল থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠানে সবখানেই নির্বাচনী আলোচনা।

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পছন্দের প্রার্থীর পক্ষে পোস্টারসহ নানা পোস্ট দিচ্ছেন অনেকেই।

আসছে ১৫ মে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন।

মঙ্গলবার (২৪ এপ্রিল) প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নেমে গেছেন প্রচারণায়। নিজেকে ভোটারদের সামনে তুলে ধরতে চলছে দৌড়ঝাঁপ।  

বুধবার (২৫ এপ্রিল) সকাল ৮টায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক ২২ ও ২৯ নম্বর ওয়ার্ডে এবং একই সময় ২০ দলীয় জোটের নজরুল ইসলাম মঞ্জু ৩১ নম্বর ওয়ার্ডের পাড়া-মহল্লায় পোস্টার-লিফলেট বিতরণের মধ্য দিয়ে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। ভোটারদের বাড়ি ছাড়াও অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানেও প্রার্থীদের পদচারণা লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে মিছিল-স্লোগানে ব্যস্ত হয়ে পড়েছেন কর্মী-সমর্থকরা।

জানা গেছে, কেসিসি নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর মিলিয়ে মোট ১৯১ জন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে মাঠে রয়েছেন। এর মধ্যে মেয়র প্রার্থী পাঁচজন, সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ১৪৮ জন এবং সংরক্ষিত ১০টি আসনে  ৩৮ জন প্রার্থী রয়েছেন।

মেয়র পদপ্রার্থীরা হলেন-আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (প্রতীক-নৌকা), ২০ দলীয় জোটের নজরুল ইসলাম মঞ্জু (প্রতীক-ধানের শীষ), জাতীয় পার্টির এসএম শফিকুর রহমান (প্রতীক-লাঙল) ও ইসলামী আন্দোলনের মাওলানা মো. মুজ্জাম্মিল হক (প্রতীক-হাতপাখা) এবং সিপিবির মিজানুর রহমান বাবু (প্রতীক-কাস্তে) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা  করছেন।  

৩১টি সাধারণ ওয়ার্ডের প্রার্থীরা হলেন- এক নম্বর ওয়ার্ডে এসএম আজিজুর রহমান স্বপন (প্রতীক-লাটিম), মো. শাহাদাত মিনা (প্রতীক-ঠেলাগাড়ি), মো. মহিউদ্দিন (প্রতীক-ট্রাক্টর), শেখ আব্দুর রাজ্জাক (প্রতীক-ঘুড়ি), রোজিনা বেগম রাজিয়া (প্রতীক-ঝুড়ি), মো. শাহজাহান শিরাজ (প্রতীক-ব্যাডমিন্টন র‌্যাকেট) ও মো. জাহাঙ্গীর লস্কর (প্রতীক-কাটাচামচ), দুই নম্বর ওয়ার্ডে মো. বজলুর রহমান (প্রতীক-টিফিন ক্যারিয়ার), এফএম জাহিদ হাসান জাকির (প্রতীক-ঘুড়ি), আব্দুর রহমান মোল্লা (প্রতীক-লাটিম), মো. সাইফুল ইসলাম (প্রতীক-ঠেলাগাড়ি) ও মো. শাকিল আহমেদ (প্রতীক-ব্যাডমিন্টন র‌্যাকেট), তিন নম্বর ওয়ার্ডে ডা. সৈয়দ গোলাম কিবরিয়া (ঠেলাগাড়ি), মো. আব্দুস সালাম (প্রতীক-ঘুড়ি),  শেখ গাউছ হোসেন (প্রতীক-ঝুড়ি) ও মো. শাহা আলম মীর (প্রতীক-লাটিম), চার নম্বর ওয়ার্ডে মো. কবির হোসেন কবু মোল্লা (ঘুড়ি), মো. ইকবাল গাজী (প্রতীক-টিফিন ক্যারিয়ার), গোলাম রব্বানী টিপু (প্রতীক-লাটিম), মো. আফজাল হোসেন (প্রতীক-ঠেলাগাড়ি), মো. জাহাঙ্গীর আলম (প্রতীক-মিষ্টি কুমড়া), মোহাম্মদ আশরাফ হোসেন (প্রতীক-কাটাচামচ) ও মো. আবু আসালাত মোড়ল (প্রতীক-ট্রাক্টর), পাঁচ নম্বর ওয়ার্ডে শেখ কামরুজ্জামান (প্রতীক-ঠেলাগাড়ি), শেখ সাজ্জাদ হোসেন তোতন (প্রতীক-লাটিম), শেখ মোহাম্মদ আলী (প্রতীক-ঘুড়ি), মো. হারুণ-অর-রশীদ (প্রতীক-ট্রাক্টর), মো. নাজমুল সিকদার (প্রতীক-টিফিন ক্যারিয়ার) ও এসএ হুমায়ুন কবির (প্রতীক-মিষ্টি কুমড়া), ছয় নম্বর ওয়ার্ডে শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স (প্রতীক-ঠেলাগাড়ি), মো. শামসুল আলম মিল্টন (প্রতীক-মিষ্টি কুমড়া), শাহ মো. ওয়াজেদ আলী মজনু (প্রতীক-ঘুড়ি) ও মো. তরিকুল ইসলাম (প্রতীক-কাটাচামচ), সাত নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান (প্রতীক-লাটিম), সেলিম আহমেদ (প্রতীক-ঘুড়ি) ও মো. সুলতান মাহামুদ পিন্টু (প্রতীক-ঠেলাগাড়ি), আট নম্বর ওয়ার্ডে মো. সাহিদুর রহমান (প্রতীক-ঘুড়ি), শামসুল আলম (প্রতীক-লাটিম) ও মো. ডালিম হাওলাদার (প্রতীক-ঠেলাগাড়ি), নয় নম্বর ওয়ার্ডে এমডি মাহফুজুর রহমান লিটন (প্রতীক-ঘুড়ি), মোল্লা হায়দার আলী (প্রতীক-রেডিও), শেখ জাহিদুল ইসলাম (প্রতীক-ঠেলাগাড়ি) ও শেখ শওকাত আলী (প্রতীক-লাটিম), ১০ নম্বর ওয়ার্ডে শেখ খায়রুজ্জামান খোকা (প্রতীক-রেডিও), কাজী তালাত হোসেন কাউট (প্রতীক-ঘুড়ি), মো. জামাল (প্রতীক-ঠেলাগাড়ি), ডা. এএসএম সায়েম মিয়া (প্রতীক-লাটিম) ও মো. ফারুক হিলটন (প্রতীক-মিষ্টি কুমড়া), ১১ নম্বর ওয়ার্ডে জামান মোল্লা (প্রতীক-ঘুড়ি), মো. মোস্তফা হাওলাদার (প্রতীক-লাটিম), মুন্সী আব্দুল ওয়াদুদ (প্রতীক-মিষ্টি কুমড়া), মো. ইউনুস আলী সরদার (প্রতীক-টিফিন ক্যারিয়ার) ও কাজী নিয়ামুল হক মিঠু (প্রতীক-ঠেলাগাড়ি), ১২ নম্বর ওয়ার্ডে মো. মনিরুজ্জামান (প্রতীক-মিষ্টি কুমড়া), এইচ এম আবু সালেক (প্রতীক-লাটিম), মাস্টার মো. শফিকুল আলম (প্রতীক-রেডিও), মো. শাহাবুদ্দীন (প্রতীক-ঘুড়ি), আসলাম খান মুরাদ (প্রতীক-ঠেলাগাড়ি) ও মো. আজমল হোসেন (প্রতীক-কাটাচামচ), ১৩ নম্বর ওয়ার্ডে এসএম খুরশিদ আহম্মেদ টোনা (প্রতীক-ঘুড়ি), ইমতিয়াজ আলম বাবু (প্রতীক-ঠেলাগাড়ি) ও মোসাদ্দেক আলী বাবুল (প্রতীক-লাটিম), ১৪ নম্বর ওয়ার্ডে শেখ মশিউর রহমান (প্রতীক-রেডিও), শেখ গোলাম কিবরিয়া ঈসা (প্রতীক-ঘুড়ি), মো. মনিরুল ইসলাম মনি (প্রতীক-ঠেলাগাড়ি), এসএম আবুল কালাম আজাদ (প্রতীক-মিষ্টি কুমড়া), মোল্লা রিজাউল ইসলাম (প্রতীক-কাটাচামচ), শেখ লুতফার রহমান (প্রতীক-ট্রাক্টর), শেখ মোসারাফ হোসেন (প্রতীক-লাটিম) ও শেখ মফিজুর রহমান পলাশ (ব্যাডিমিন্টন র‌্যাকেট), ১৫ নম্বর ওয়ার্ডে মো. আমিনুল ইসলাম মুন্না (প্রতীক-ঠেলাগাড়ি), এসএম আব্দুর রহমান ডিনো (প্রতীক-রেডিও) ও জিএম কিবরিয়া(প্রতীক-ঘুড়ি), ১৬ নম্বর ওয়ার্ডে মল্লিক আসাদুজ্জামান (প্রতীক-ট্রাক্টর), আতিকুর রহমান বিশ্বাস রুবেল (ব্যাডমিন্টন র‌্যাকেট), শেখ মারুফ রহমান (প্রতীক-ঠেলাগাড়ি), শেখ আবিদ উল্লাহ (প্রতীক-লাটিম), শেখ জামিরুল ইসলাম (প্রতীক-রেডিও) ও মো. আনিছুর রহমান বিশ্বাস (প্রতীক-ঘুড়ি), ১৭ নম্বর ওয়ার্ডে মো. আব্দুর রশীদ (প্রতীক-লাটিম), শেখ হাফিজুর রহমান হাফিজ (প্রতীক-ঘুড়ি) ও এসএম মনিরুজ্জামান সাগর (প্রতীক-ঠেলাগাড়ি), ১৮ নম্বর ওয়ার্ডে মো. মুকুল শেখ (প্রতীক-লাটিম), টিএম আরিফ (প্রতীক-ঝুড়ি), মো. হাফিজুর রহমান মনি (প্রতীক-মিষ্টি কুমড়া), শেখ আমিনুল ইসলাম (প্রতীক-ঘুড়ি), এসএম রাজুল হাসান রাজু (প্রতীক-ঠেলাগাড়ি) ও রুস্তুম আলী হাওলাদার (প্রতীক-রেডিও), ১৯ নম্বর ওয়ার্ডে মো. মোতালেব মিয়া (রেডিও), মো. মনিরুল ইসলাম পান্না (প্রতীক-লাটিম), মো. জাকির হোসেন (প্রতীক-টিফিন ক্যারিয়ার), আশফাকুর রহমান কাঁকন (প্রতীক-মিষ্টি কুমড়া), মো. ফজলুর রহমান (প্রতীক-ঠেলাগাড়ি) ও শেখ মনিরুজ্জামান মনির (প্রতীক-ঘুড়ি), ২০ নম্বর ওয়ার্ডে মো. বাদশা হাওলাদার (প্রতীক-ঠেলাগাড়ি), মো. শাজাহান (প্রতীক-ট্রাক্টর) ও শেখ মো. গাউসুল আযম (প্রতীক-ঘুড়ি), ২১ নম্বর ওয়ার্ডে এসএম শামিমুর আলম (প্রতীক-লাটিম), মো. শামসুজ্জামান মিয়া স্বপন (প্রতীক-ঘুড়ি), মোল্লা ফরিদ আহমেদ (ব্যাডমিন্টন র‌্যাকেট), মো. মনিরুল ইসলাম (প্রতীক-ঠেলাগাড়ি), ২২ নম্বর ওয়ার্ডে মো. নুর ইসলাম শেখ (প্রতীক-মিষ্টি কুমড়া), মো. মাহবুব কায়সার (প্রতীক-ঠেলাগাড়ি), কাজী আবুল কালাম আজাদ বিকু (প্রতীক-ঘুড়ি) ও মো. ইলিয়াস হোসেন (প্রতীক-লাটিম), ২৩ নম্বর ওয়ার্ডে মো. ফয়জুল ইসলাম টিটো (প্রতীক-ঠেলাগাড়ি), বীরেন্দ্রনাথ ঘোষ (প্রতীক-রেডিও), মো. ছাবির হোসেন সাব্বির (প্রতীক-ঝুড়ি), ইমাম হাসান চৌধুরী ময়না (প্রতীক-ঘুড়ি), জুনায়েদ চৌধুরী (প্রতীক-মিষ্টি কুমড়া) ও মো. আবু তাহের (প্রতীক-লাটিম), ২৪ নম্বর ওয়ার্ডে মো. শমশের আলী মিন্টু (প্রতীক-ঘুড়ি), সাইদুর রহমান (প্রতীক-টিফিন ক্যারিয়ার), মো. আসাদুজ্জামান আসাদ (প্রতীক-ঝুড়ি), এএনএম মঈনুল ইসলাম নাসির (প্রতীক-ঠেলাগাড়ি), এসএম খায়রুল বাশার (প্রতীক-ব্যাডমিন্টন র‌্যাকেট) ও শেখ মো. নাছির উদ্দিন (প্রতীক-লাটিম), ২৫ নম্বর ওয়ার্ডে মো. ইমরান হোসেন মিয়া (প্রতীক-ঘুড়ি), মো. আলী আকবর টিপু (প্রতীক-ঠেলাগাড়ি), শেখ শহীদ আলী (প্রতীক-লাটিম) ও আনিছুর রহমান আরজু (প্রতীক-মিষ্টি কুমড়া), ২৬ নম্বর ওয়ার্ডে মো. আকবর পাঠান (প্রতীক-লাটিম), মো. গোলাম মাওলা শানু (প্রতীক-টিফিন ক্যারিয়ার), শেখ আব্দুল আজিজ (প্রতীক-ঠেলাগাড়ি), মো. মাহমুদ আলম বাবু মোড়ল (প্রতীক-ব্যাডমিন্টন র‌্যাকেট) ও এসএম মনিরুল ইসলাম (প্রতীক-ঘুড়ি), ২৭ নম্বর ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন (প্রতীক-ঠেলাগাড়ি), মো. হাসান মেহেদী রেজভী (ঝুড়ি), মো. সাইফুল ইসলাম মোল্লা (প্রতীক-ঘুড়ি) ও মো. ফেরদৌস গাজী সুমন (প্রতীক-লাটিম), ২৮ নম্বর ওয়ার্ডে ওয়াহেদুর রহমান দিপু (প্রতীক-ঘুড়ি), আজমল আহমেদ তপন (প্রতীক-ঠেলাগাড়ি) ও শেখ ফজলুল করীম (প্রতীক-লাটিম) , ২৯ নম্বর ওয়ার্ডে মো. গিয়াসউদ্দিন বনি (প্রতীক-মিষ্টি কুমড়া), মো. সাইফুল ইসলাম (প্রতীক-ঘুড়ি) ও মো. রুহুল আমিন বিশ্বাস (প্রতীক-লাটিম), ৩০ নম্বর ওয়ার্ডে এসএম মোজাফফর রশিদী রেজা (প্রতীক-ঠেলাগাড়ি), আমান উল্লাহ আমান (প্রতীক-ঘুড়ি) এবং ৩১ নম্বর ওয়ার্ডে শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল (প্রতীক-টিফিন ক্যারিয়ার), এসএম আসাদুজ্জামান রাসেল (প্রতীক-ঝুড়ি), কাজী মো. ইউসুফ আলী মন্টু (প্রতীক-মিষ্টি কুমড়া), মো. শরিফুল ইসলাম মুন্না (প্রতীক-লাটিম), মো. জাহিদ (প্রতীক-ঘুড়ি), মো. আরিফ হোসেন মিঠু (প্রতীক-ব্যাডমিন্টন র‌্যাকেট), মো. আলী আজম মোল্লা (প্রতীক-রেডিও), মো. গোলাম মোস্তফা সজীব (প্রতীক-ঠেলাগাড়ি) ও জিএম আব্দুর রব সজল (প্রতীক-ট্রাক্টর)।

এছাড়া সংরক্ষিত ১০ আসনের প্রার্থীরা হলেন- এক নম্বর ওয়ার্ডে ফাতেমা তুজ জোহরা (প্রতীক-আনাসর), মনিরা আক্তার (প্রতীক-বই)ও লায়লা আঞ্জুমান বানু (প্রতীক-জিপ গাড়ি), দুই নম্বর ওয়ার্ডে সাহিদা বেগম (প্রতীক-আনারস) ও পারভীন আক্তার (প্রতীক-গ্লাস), তিন নম্বর ওয়ার্ডে রহিমা আক্তার হেনা (প্রতীক-জিপ গাড়ি), পাপিয়া রহমান পারুল (প্রতীক-গ্লাস), রেহানা গাজী (প্রতীক-হেলিকপ্টার), মিসেস আরিফা আলম (প্রতীক-চশমা), আফরোজা আক্তার (প্রতীক-ডলফিন), মোসা. ছাবিনা আখতার (প্রতীক-আনারস) ও রাফিজা (প্রতীক-বই), চার নম্বর ওয়ার্ডে পারভীন আক্তার (প্রতীক-চশমা), আফরোজা জামান (প্রতীক-বই) ও খাদিজা সুলতানা (প্রতীক-আনারস), পাঁচ নম্বর ওয়ার্ডে  মিসেস মনি (প্রতীক-বই) ও মেমোরি সুফিয়া রহমান শুনু (প্রতীক-আনারস), ছয় নম্বর ওয়ার্ডে রাবেয়া ফাহিদ হাসনা হেনা (প্রতীক-আনারস), শেখ আমেনা হালিম বেবী (প্রতীক-বই) ও রোজি ইসলাম নদী (প্রতীক-চশমা), সাত নম্বর ওয়ার্ডে মাহমুদা বেগম (প্রতীক-মোবাইল ফোন), মনোয়ারা সুলতানা (প্রতীক-গ্লাস), শামসুন নাহার লিপি (প্রতীক-আনারস), আট নম্বর ওয়ার্ডে কণিকা সাহা (প্রতীক-চশমা), আজিজা খানম এলিজা বেগম (প্রতীক-আনারস) ও রোকেয়া রহমান (প্রতীক-বই), নয় নম্বর ওয়ার্ডে মাজেদা খাতুন (প্রতীক-আনারস), লিভানা পারভীন (প্রতীক-গ্লাস), রুমা খাতুন (প্রতীক-চশমা), শাহানুর বেগম (প্রতীক-মোবাইল ফোন), কোহিনুর আক্তার (প্রতীক-বই) এবং ১০ নম্বর ওয়ার্ডে লুৎফুন নেছা (প্রতীক-চশমা), হাসিনা আকরাম (প্রতীক-আনারস), হোসনেয়ারা বেগম চাঁদনী (প্রতীক-বই), হোসনেয়ারা (প্রতীক-গ্লাস), বিলকিস আরা বুলি (প্রতীক-স্টিলের আলমারি), রোকসানা কামাল লিলি (প্রতীক-মোবাইল ফোন) ও সাহানা পারভীন (প্রতীক-ডলফিন)।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এমআরএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।