রোববার (৩১ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা যুব কমান্ড আয়োজিত নারী মুক্তিযোদ্ধা সম্মাননা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, যারা বঙ্গবন্ধুর পক্ষে চট্টগ্রামের কালুরঘাট বা দেশের বিভিন্নস্থানে স্বাধীনতার ঘোষণা দেন তারা মুক্তিযুদ্ধের ঘোষক না।
তিনি আরও বলেন, বিএনপি নেতা ফখরুল আজ নিজে মুক্তিযোদ্ধা দাবি করেন। অথচ তারা মুক্তিযুদ্ধের বিরোধীতাকারিদের গাড়িতে পতাকা তুলে দেন। গত ১০ বছরে শেখ হাসিনা সবার মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিয়েছেন তাই ফখরুল এখন নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন।
মুক্তিযোদ্ধা যুব কমান্ড ঢাকা উত্তর সভাপতি মাহবুবুর রহমান সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ, সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. নজরুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এবিএম সুলতান আহমেদ, গাজী কামরুজ্জামান, নারী উদ্যোক্তা নুরুন্নাহার প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশের বিভিন্নস্থান থেকে আসা ১৭ জন নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
ইএআর/এনটি