ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীতে আ’লীগের বর্ণাঢ্য র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীতে আ’লীগের বর্ণাঢ্য র‌্যালি র‌্যালি, ছবি: বাংলানিউজ

সিলেট: দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র‌্যালি করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

রোববার (২৩ জুন) দুপুরে নগরের রেজিস্ট্রারি মাঠ থেকে র‌্যালি বের করে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগরের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলার সহ সভাপতি ও সদর উপজেলা চেয়াম্যান আশফাক আহমদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দিন খান প্রমুখ।

এছাড়া জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা র‌্যালিতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৯
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।