ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচন এখন প্রহসন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
নির্বাচন এখন প্রহসন

খুলনা: দেশের গণতন্ত্র এখন সংকটাপন্ন। নির্বাচন এখন প্রহসন। ভোট প্রয়োগ নিয়ে তামাশা করায় জনগণ ভোট কেন্দ্র বিমুখ হয়ে পড়ছে। এ সংস্কৃতি থেকে দেশকে ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (১৩ জুলাই) বিকেলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার এসব কথা বলেন।

খুলনা প্রেসক্লাব মিলনায়তনে সুজনের খুলনা মহানগর ও জেলা কমিটির উদ্যোগে ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কার ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন দিলীপ কুমার।

সংগঠনের জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ জাফর ইমামের সভাপতিত্বে ও সম্পাদক অ্যাডভোকেট কুদরৎ-ই-খুদার সঞ্চালনায় বৈঠকে অতিথি ছিলেন- সংবিধান প্রণেতা অ্যাডভোকেট এনায়েত আলী, পাইকগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স ম বাবর আলী, সংগঠনের সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক সুভাষ চন্দ্র সরকার, বাগেরহাট জেলা সভাপতি অধ্যাপক মোজাফফর হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের মহানগর কমিটির সভাপতি ভাষাসৈনিক লোকমান হাকিম, সম্পাদক অধ্যাপক রমা রহমান, সংগঠনের সাতক্ষীরা জেলা সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মণ্ডল, ছায়াবৃক্ষের মাহবুব আলম বাদশা, উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরিফ শফিকুল হামিদ চন্দন, ওয়াকার্স পার্টির শেখ মফিদুল ইসলাম, ন্যাপের তপন কুমার রায়, আ ফ ম মুহসিন উদ্দীন, মানবাধিবার বাস্তবায়ন সংস্থার অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, সংগঠনের বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু প্রমুখ।

বৈঠকে ১৮ দফা প্রস্তাবনা পেশ করা হয়। ১৮ দফা প্রস্তাবনার মধ্যে রয়েছে- রাজনৈতিক সংস্কার পরিবর্তন, নির্বাচন সংস্কার, কার্যকর জাতীয় সংসদ, স্বাধীন বিচার বিভাগ, নিরপেক্ষ নির্বাচন কমিশন, সাংবিধানিক সংস্কার, গণতান্ত্রিক ও স্বচ্ছ রাজনৈতিক দল, স্বাধীন বিধিবদ্ধ প্রতিষ্ঠান, দুর্নীতিবিরোধী সর্বাত্মক অভিযান, যথাযথ প্রশাসনিক সংস্কার, বিকেন্দ্রীয়করণ ও স্থানীয় সরকার, গণমাধ্যমের স্বাধীনতা, শক্তিশালী নাগরিক সমাজ, মানবাধিকার সংরক্ষণ, একটি নতুন সামাজিক চুক্তি, পরিবেশের ভারসাম্য রক্ষা, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও তরুণদের জন্য বিনিয়োগ।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ