ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এ সরকার জনগণের নির্বাচিত সরকার নয়: ড. মোশাররফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এ সরকার জনগণের নির্বাচিত সরকার নয়: ড. মোশাররফ

ঢাকা: বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার নয় দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনভিত্তি না থাকায় এ সরকার নৈতিকভাবে দুর্বল। এটা কোনো স্বাভাবিক সরকার নয়, তারা অস্বাভাবিক সরকার। আর এ অস্বাভাবিক সরকার দায়িত্ব পালনের কারণে দেশে সব অস্বাভাবিক ঘটনা ঘটছে। আওয়ামী লীগের মন্ত্রিসভার দিকে তাকালেই দেখবেন কতোটা অস্বাভাবিক এ মন্ত্রিসভা।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে শহীদ ডা. মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

বর্তমান সরকারের অত্যাচার, নির্যাতনে দেশের মানুষ দুর্বিসহ জীবন-যাপন করছে জানিয়ে খন্দকার মোশাররফ বলেন, দেশে কোনো গণতন্ত্রের চর্চা নেই।

সরকারের কোনো স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ নেই। তাই রাহাজানি, লুটপাট চলছে। যেহেতু সরকারের কোনো জনভিত্তি নেই সেজন্য ব্যাংক, বীমা, শেয়ার বাজার সব জায়গায় লুটপাট চলছে। কোথাও সরকারের নিয়ন্ত্রণ নেই। এ সরকারের একজন উপদেষ্টা শেয়ার বাজার লুট করেছে। কোনো বিচার হয়নি। এমনিভাবে সর্বক্ষেত্রে লুটপাট চলছে।

তিনি আরও বলেন, এখনও পেঁয়াজের দাম কমেনি। প্রত্যেক দিন চালের দাম বাড়ছে। শীতের সিজনেও শাক-সবজির দাম বাড়ছে। সরকার কোনোভাবেই এসব নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ সরকারের লোকজনই এ সিন্ডিকেটের সঙ্গে জড়িত।
 
ড্যাব সভাপতি ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, ড্যাব মহাসচিব ডা. আব্দুস সালাম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯ 
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।