ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অস্ট্রেলিয়া

শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছিত করার প্রতিবাদ অস্ট্রেলিয়ায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মে ২২, ২০১৬
শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছিত করার প্রতিবাদ অস্ট্রেলিয়ায়

ঢাকা: নারায়ণগঞ্জে সংসদ সদস্য সেলিম ওসমানের হাতে শিক্ষক শ্যামল কান্তি ভক্ত লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে অস্ট্রেলিয়ার সিডনিতে সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

শনিবার (২১ মে) সিডনির বিখ্যাত অপেরা হাউসের সামনে ‘সরি স্যার’ শীর্ষক এ প্রতিকী প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে নিগৃহীত শিক্ষকের চিকিৎসা, তার নিরাপত্তার ব্যবস্থা, আইন হাতে তুলে নেওয়া এমপি সেলিম ওসমানের গ্রেফতার ও বিচারের জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানানো হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা নিগৃহীত শিক্ষক শ্যামল কান্তি ভক্তের পাশে দাঁড়িয়ে তাকে চাকরিতে পুনর্বহাল করায় বাংলাদেশ সরকার ও শিক্ষামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

একজন শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ধর্মীয় উস্কানি সৃষ্টি, দেশের নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়কে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার পাঁয়তারার জন্য সমাবেশে সেলিম ওসমানের সমালোচনা করা হয়। একইসঙ্গে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মে ২২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।