ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অস্ট্রেলিয়া

সিডনিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে একুশের কবিতা পাঠ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
সিডনিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে একুশের কবিতা পাঠ

বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার উদ্যোগে অ্যাশফিল্ড পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা সৌধ প্রাঙ্গণে 'একুশের কবিতা পাঠ' অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের শুরুতে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে উপস্থিত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন।

সভায় বক্তারা প্রবাসী বাঙালিদের অনুরোধ করে বলেন, আমরা যেন নিজ নিজ বাসায় নিজের সন্তানদের সঙ্গে বাংলা ভাষায় কথা বলি। এতে সন্তানরা মাতৃভাষা চর্চা করতে পারবে। স্কুল ও অন্য জায়গায় তারা বিদেশি ভাষাচর্চার পর্যাপ্ত সুযোগ পায়। সুতরাং, ঘরে সন্তানদের সঙ্গে বিদেশি ভাষায় কথা বলার প্রয়োজন নেই।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার সভাপতি ড. আবুল হাসনাৎ মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত 'একুশের কবিতা পাঠ' অনুষ্ঠানে কবিতা পাঠ ও বক্তব্য রাখেন হোসেইন মোফাজ্জল, আসাদ শামস, নোমান শামীম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক এলিজা আজাদ টুম্পা, সুমন সাহা, রাসেল, ফারহানা তানহা, উর্মি, আশিকুর রহমান মিঠু, তৌফিক ওয়াহাব, মহিউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা সৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।