ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টির দ্বিতীয় সেরা ব্যাটসম্যান সাব্বির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
টি-টোয়েন্টির দ্বিতীয় সেরা ব্যাটসম্যান সাব্বির সাব্বির রহমান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেট খেললেও সাব্বির রহমানকে সবাই টি-টোয়েন্টির ব্যাটসম্যান হিসেবেই জানে। তার স্ট্রোকে নাকাল হয়েছে বিশ্বের সেরা বোলারাও। ২০১৬ সালে বেশ কয়েকটি ভালো ইনিংসও রয়েছে তার।

গত বছরের একক টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করে ক্রিকেটের জনপ্রিয় অনলাইন পোর্টাল ইএসপিএনক্রিকইনফো ১০জন ব্যাটসম্যানের তালিকা প্রকাশ করেছে। যেখানে শীর্ষ দুইয়ে জায়াগা করে নিয়েছেন টাইগার তারকা সাব্বির।

এ তালিকায় তিনে আছেন আরেক বাংলাদেশি মাহমুদউল্লাহ রিয়াদ।  

অনেকেই হয়তো ভাবছেন রিয়াদকে কেন টি-টোয়েন্টির তালিকায় তিনে রাখা হয়েছে। এটি মূলত ম্যাচের মূল্যায়ন করে দেওয়া হয়েছে। এ তালিকায় শীর্ষে অবস্থান করছেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক অবশ্য সেরা দশে দু’বার জায়গা করে নিয়েছেন।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মাটিতে গত এশিয়া কাপে ৪৯ রান করেছিলেন বিরাট কোহলি। তার অসাধারণ ব্যাটিংয়েই জয় পায় ভারত। দুইয়ে থাকা সাব্বিরের ইনিংসটি ছিল এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে, যেখানে ৮০ রানের দানবীয় এক ইনিংস খেলে টাইগারদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মাহমুদুল্লাহ রিয়াদ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)তালিকার তিনে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ গত এশিয়া কাপেই পাকিস্তানের বিপক্ষে ২২ রানের ছোট একটি ইনিংস খেলেন। তবে তার এই ছোট ইনিংসটিই ছিল বাংলাদেশের দাঁত কামড়ানো জয়। ২৩ বলে যখন ৩৪ রান প্রয়োজন তখনই বুক চিতিয়ে ব্যাটিং করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

তালিকায় পরের ব্যাটসম্যানরা হলেন:
# ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ১০০ অপঃ প্রতিপক্ষ ইংল্যান্ড, টি-২০ বিশ্বকাপ, মুম্বাই
# জো রুট (ইংল্যান্ড) ৮৩ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, টি-২০ বিশ্বকাপ, মুম্বাই।
# বিরাট কোহলি (ভারত) ৮২ অপঃ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, টি-২০ বিশ্বকাপ, মোহালি।
# লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ) ৮২ অপঃ প্রতিপক্ষ ভারত, টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনাল, মুম্বাই।
# কার্লোস ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ৩৪ অপঃ প্রতিপক্ষ ইংল্যান্ড, টি-২০ বিশ্বকাপ, ফাইনাল, কলকাতা।
# মারলন স্যামুয়েল (ওয়েস্ট ইন্ডিজ) ৮৫ অপঃ প্রতিপক্ষ ইংল্যান্ড, টি-২০ বিশ্বকাপ, ফাইনাল, কলকাতা।
# গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) ১৪৫ অপঃ প্রতিপক্ষ শ্রীলঙ্কা, পাল্লেকেলে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।