ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ালেন সিদ্দিকুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ালেন সিদ্দিকুর সিদ্দিকুর রহমান-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুর্মিটোলা থেকে: বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৭’র দ্বিতীয় দিনে ঠিকই ঘুরে দাঁড়ালেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। প্রথম দিন পারের সমান শট খেলে ১৬ জনের সঙ্গে যৌথভাবে ২৯তম স্থানে থেকে শেষ করা এই লাল-সবুজের গলফার দ্বিতীয় দিন শেষ করলেন পারের চাইতে ৫শট কম খেলে। ১৮ হোলের মধ্যে ৬টিতেই করেছেন বার্ডি আর বগি মেরেছেন একটিতে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) চেনা কোর্স কুর্মিটোলা গলফ ক্লাবে সিদ্দিকুর শুরু করেন ১০ নাম্বার হোল থেকে। শুরুটা দুর্দান্ত না হলেও খারাপ করেননি।

প্রথম চার হোলই খেলেছেন পারের সমান শট।

সিদ্দিকুর দিনের প্রথম বার্ডির দেখা পান ১৪ নাম্বার হোলে এসে। দারুণ শট ও পার্টিংয়ে ৫ পারের এই হোল শেষ করেন ৪ পারেই। এরপর ১৫ নাম্বার হোল পারের সমান খেলে আবার ১৬ ও ১৭তম হোলে তুলে নেন আরও দুই বার্ডি।

১৮তম পারের সমান শেষ করলেও ১ নাম্বার হোলে এসে দেখা পান দিনের প্রথম বগির। তবে নিজেকে ফিরে পেতে খুব বেশি সময় নেননি। ২ নাম্বার হোল পারের সমান শেষ করে ৩ ও ৪ নাম্বারে এসে তুলে নেন টানা দুই বার্ডি।

পরের দুই হোল আবার টানা পারের সমান খেলে শেষ করে, ৭ নাম্বার হোলে তুলে নেন দিনের ষষ্ঠ বার্ডি। এরপর ৮ ও ৯ নাম্বার হোল বেশ সন্তর্পণে খেলে শেষ করেন। পারের সমান সংখ্যক শট নিয়ে শেষ করেন দ্বিতীয় দিনের খেলা।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ২ ফেব্রুয়ারি ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।