ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরুটা ভালো হলো না সিদ্দিকুরের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
শুরুটা ভালো হলো না সিদ্দিকুরের সিদ্দিকুর রহমান/ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুর্মিটোলা থেকে: বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি সিদ্দিকুর রহমানের। দ্বিতীয় রাউন্ড শেষে যৌথভাবে পঞ্চম স্থানে থাকা এ দেশসেরা গলফার তৃতীয় রাউন্ড শুরু করেছেন টানা দুই বগি দিয়ে।

ফলে টুর্নামেন্টে ভালো কিছু করতে তাকে এখন নিজের সঙ্গেই লড়তে হচ্ছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে কুর্মিটোলা গলফ কোর্সে ১ নম্বর হোল থেকে টি অফের মধ্য দিয়ে নিজের দিন শুরু করেন সিদ্দিকুর।

৪ পারের এই হোল শেষ করতে তাকে খেলতে হয়েছে একটি বেশি শট। ব্যতিক্রম ছিল না দ্বিতীয় হোলও। ৪ পারের হোলটি শেষ করতেও তাকে খেলতে হয়েছে ৫টি শট।

তবে তৃতীয় হোল দিয়ে খেলায় ফিরেছেন এই লাল-সবুজের গলফার। পারের সমান শট খেলে তৃতীয় হোল শেষ করে ছয় নম্বর হোল পর্যন্ত সেই ধারাবাহিকতা ধরে রেখেছন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।