ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে ৪র্থ রোল বল বিশ্বকাপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
শুরু হচ্ছে ৪র্থ রোল বল বিশ্বকাপ শুরু হচ্ছে ৪র্থ রোল বল বিশ্বকাপ/ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) থেকে প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হচ্ছে চতুর্থ রোল বল বিশ্বকাপ। নারী ও পুরুষ মিলিয়ে বিশ্বের ৩৯টি দল অংশ নেবে এই আসরে। ছয়দিন ব্যাপী চলবে টুর্নামেন্ট। ২৩ ফেব্রুয়ারি সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এর পর্দা নামবে।

উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ পুরুষ ও মহিলা দল সহ মোট ৪০টি দেশের প্রায় ৬০০ প্রতিযোগী অংশগ্রহণ করবে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন  ‘শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স’-এ ‘বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ রোলার স্কেটিং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাসসহ ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

এসময় বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আবুল কালাম আজাদ বলেন, 'স্বাগতিক দেশ হিসেবে আগের চোয়ে ভালো করর চেষ্টা করবো। দেড় মাস থেকে প্রাকটিসের মধ্যে আছে ছেলেমেয়েরা। এর মাঝে ভারত ও নেপালের সঙ্গে প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা এবং জয়ও পেয়েছে। আমরা পূর্ণ প্রস্তুত। '

রোল বলকে প্রচলিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলা উপভোগ করতে পারবেন বলে জানান তিনি, ‘১২ বছর হলো এই খেলা প্রতিষ্ঠা পেয়েছে। দেশে ততটা প্রচলিত নাহলেও দিনাজপুরের মতো জায়গায় এ খেলা হচ্ছে। এভাবে দেশে ছড়িয়ে পড়বে খেলাটি। ’

মিরপুর আউডডোর স্টেডিয়াম, গুলিস্তানস্থ হ্যান্ডবল স্টেডিয়াম ও পাশেই বহুল ব্যয়ে নব্য নির্মিত শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়াম এই তিনটি ভেন্যুতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পুরুষ ও নারী দলসহ মোট ৪০টি দেশ এই আসরে অংশ নিচ্ছে।

বিশ্বকাপকে কেন্দ্র করে ইতোমধ্যে সাতটি দেশ ঢাকায় পৌঁছেছে বলে জানান জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, 'খেলার সব প্রস্তুতি শেষ। আমাদের নিজস্ব ভেন্যু আছে। আগত খেলোয়াড়দের জায়গা আছে। '

মোট আটটি গ্রুপ করা হয়েছে। পুল ‘ডি’তে বাংলাদেশ পুরুষ দলের প্রতিপক্ষ মিয়ানমার, ভুটান, ফিজি ও হংকং। গ্রুপ পর্বের খেলা লিগ সিস্টেমে হবে। গ্রুপের সেরা দুই দল নকআউট পর্বে চলে যাবে। প্রি কোয়ার্টার ফাইনালের জয়ী ৮ দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। সেমিতে পরাজিত দুই দল খেলবে তৃতীয় নির্ধারণী ম্যাচ।

আগামী ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিশ্বকাপের আয়োজনের সমাপনী হবে। তিনি উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও বিশ্বকাপের সমাপনী ঘোষণা দেবেন।

প্রথমবারের মতো বাংলাদেশে মর্যাদাপূর্ণ এই আসর অায়োজন করতে যাচ্ছে। প্রতি দুই বছর অন্তর রোল বল বিশ্বকাপ আয়োজন করে ইন্টারন্যাশনাল রোল বল ফেডারেশন। ২০১১ সালে অনুষ্ঠিত প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ডেনমার্ক এবং পরের দুই আসরের চ্যাম্পিয়ন ভারত। তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ পুরুষ দল। আর নারী দলের এটি দ্বিতীয়।

গত বিশ্বাকপে ভারতের পুনে শহরে অনুষ্ঠিত তৃতীয় বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য সপ্তম স্থান অর্জন।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭
জেএইচ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।