ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গাবতলীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ১১০০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
গাবতলীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ১১০০ জনের বিরুদ্ধে মামলা ফাইল ছবি

ঢাকা: রাজধানীর গাবতলীতে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (০১ মার্চ) দিনগত রাতে দারুসসালাম থানায় দায়ের করা এসব মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এক হাজারের বেশি শ্রমিককে আসামি করা হয়েছে।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, দু’টি মামলার বাদী পুলিশ।

আর একটি মামলার বাদী ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি।

ধর্মঘটের নামে গত মঙ্গল (২৮ ফেব্রুয়ারি) ও বুধবার (০১ মার্চ) গাবতলী এলাকায় পরিবহন শ্রমিকরা তাণ্ডব চালায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের একটি রেকারে আগুন ধরিয়ে দেয়।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।