ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদো-মান্দজুকিচের গোলে ১-১ সমতায় প্রথমার্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুন ৩, ২০১৭
রোনালদো-মান্দজুকিচের গোলে ১-১ সমতায় প্রথমার্ধ ছবি: সংগৃহীত

উত্তেজনায় ঠাসা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়। কার্ডিফের ন্যাশনাল স্টেডিয়ামে ২০ মিনিটে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাত মিনিট বাদেই দর্শনীয় গোলে জুভেন্টাসকে ম্যাচে ফেরান মারিও মান্দজুকিচ।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবলে রিয়ালের ডিফেন্স ব্যতিব্যস্ত করে রাখেন দিবালা-হিগুয়েইনরা। ৪ মিনিটের ‍মাথায় গঞ্জালো হিগুয়েইনের দূরপাল্লার শট রুখে দেন কেইলর নাভাস।

তার আগে আর্জেন্টাইন স্ট্রাইকারের একটি হেডের প্রচেষ্টা পরাস্ত করতে পারেনি।

তিন মিনিট বাদেই আবারো ত্রাতার ভূমিকায় হাজির হন রিয়ালের কোস্টারিয়ান গোলরক্ষক। জুভেন্টাস মিডফিল্ডার মিরালেম পিজানিকের বুলেট গতির শট দুর্দান্ত নৈপুণ্যে প্রতিহত করেন নাভাস।

...২০ মিনিটে এসে গোলের উপলক্ষ পেয়ে যায় জিনেদিন জিদানের রিয়াল। জুভিদের ক্রমাগত আক্রমণের বিপরীতে কাউন্টার অ্যাটাকে দানি কারভাজালের সঙ্গে চমৎকার ওয়ান-টুতে বল জালে জড়ান রোনালদো। ডান প্রান্ত পাস পেয়ে চলন্ত বলে কিক নিয়ে নিখুঁত ফিনিশিং টানেন সিআর সেভেন।

সাত মিনিট পর দর্শকদের চোখ ধাঁধানো গোল উপহার দেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মান্দজুকিচ। এ যাত্রায় আর ফেরে ওঠেননি নাভাস। কিছু করারও ছিল না! ডিফেন্ডার সান্দ্রোর ক্রস খুঁজে পান হিগুয়েইন। শূন্যে রেখেই বাড়িয়ে দেন মান্দজুকিচের কাছে। চমৎকারভাবে বুকে বলের নিয়ন্ত্রণ রেখে উল্টোদিকে ঘুরে অবিশ্বাস্য ওভারহেড কিক। নাভাসের মাথার উপর দিয়ে গ্লাভস ছুঁয়ে বল জালে। ১-১ সমতায় ফেরে জুভিরা।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, ৪ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।