ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়াবর্ধনেদের রেকর্ড ভাঙলেন ডিকভেলা-গুনাথিলাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
জয়াবর্ধনেদের রেকর্ড ভাঙলেন ডিকভেলা-গুনাথিলাকা দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকওয়েলা/ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের দেওয়া ৩১১ রানের টার্গেটে ওপেনিং জুটিতেই স্কোরবোর্ডে ২২৯ রান তোলেন নিরোশান ডিকভেলা ও দানুশকা গুনাথিলাকা। রেকর্ড পার্টনারশিপে দু’জন ছাড়িয়ে গেছেন মাহেলা জয়াবর্ধনে ও উপুল থারাঙ্গাকে।

হাম্বানটোটায় অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে দুই সেঞ্চুরিয়ান ডিকভেলা-গুনাথিলাকার ব্যাটে ভর করে ১৬ বল ও আট উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। প্রথম ম্যাচে ৩১৬ রান করেও হারের পর ঘুরে দাঁড়িয়ে পাঁচ ম্যাচ সিরিজে এখন ২-১ এ এগিয়ে স্বাগতিকরা।

একই গ্রাউন্ডে শনিবার (৮ জুলাই) চতুর্থ ওডিআই।

দুর্দান্ত ব্যাটিংয়ে সাত বছর আগের রেকর্ড টপকে গেছেন ডিকভেলা ও গুনাথিলাকা। সেবার ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ওপেনিং জুটিতে ২১৫ রান করেছিলেন জয়াবর্ধনে ও থারাঙ্গা।

রানের দিক থেকেও জয়াবর্ধনেদের ১৭ বছর আগে কীর্তিকে পেছনে ফেলেছেন দু’জন। শারজায় ২০০০ সালে ভারতের বিপক্ষে ২২৬ রানের তৃতীয় উইকেট পার্টনারশিপে জয়াবর্ধনেদের সঙ্গী ছিলেন মারভান আতাপাত্তু।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপে পঞ্চম স্থানে অবস্থান করছে ডিকভেলা-গুনাথিলাকা জুটি। রানের দিক থেকেও। এ তালিকার শীর্ষস্থান থারাঙ্গা ও সনাথ জয়সুরিয়ার দখলে। ওপেনিংয়ে তাদের ২৮৬ রানের পার্টনারশিপ (লিডসে ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে) বিশ্বরেকর্ডও বটে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ৬ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।