দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন নাসির হোসেন।
দিন শেষে বাংলাদেশ কিছুটা হলেও পিছিয়ে গেলো কিনা এমন প্রশ্নের জবাবে নাসিরের সোজাসাপ্টা জবাব, ‘খেলার ফল তো আজ-কাল হবে না।
যতই সময় গড়াচ্ছে ততই ব্যাটিং সহায়ক হয়ে ওঠছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট। সেটি মানছেন নাসির হোসেনও।
বলেন, ‘এই উইকেটে বোলিং করা কঠিন। বোলাররা বাউন্স পাচ্ছেন না। আবার উইকেট বরাবর করা বলগুলোতে টার্নও হচ্ছে না। উইকেটের যেসব জায়গা রাফ হয়েছে শুধুমাত্র সেসব জায়গাগুলোতেই টার্ন করছে। ’
৩০৫ রানেই থেমে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। প্রথমদিনের ৬ উইকেটে ২৫৩ রানের সঙ্গে আর মাত্র ৫২ রান যোগ করেই বাকি চার উইকেট হারায় বাংলাদেশ। লাঞ্চের আগে প্রথম ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনশেষে মাত্র দুই উইকেট হারিয়েই তুলে নিয়েছে ২২৫ রান। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে মাত্র ৮০ রানে পিছিয়ে অজিরা।
‘১৫০ রান কম হয়েছে আমাদের’
আমরা ব্যাকফুটে, কিন্তু এটা ক্রিকেট...
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৭
টিএইচ/টিসি/জেডএস