তবে এর মধ্যে বাকি সব ভুলে জেতার স্বপ্ন দেখছে বাংলাদেশ। দিনশেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে নিজের ২২তম জন্মদিনে সেই স্বপ্নের কথাই জানিয়ে গেলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
ম্যাচের এমন পরিস্থিতিতে কী ভাবছে বাংলাদেশ, ড্র না জয়, নাকি অন্যকিছু এমন প্রশ্নে মুস্তাফিজের বক্তব্য, ‘জেতা এখনও অসম্ভব নয়। কারণ, এখনও দুদিন বাকি আছে। তাই অসম্ভব কিছু দেখছি না। ’
‘আমরা যদি চতুর্থ দিনের শুরুতেই অস্ট্রেলিয়ার বাকি উইকেটটা তুলে নিতে পারি এবং তাদের বড় টার্গেট দিতে পারি- তাহলে জেতা সম্ভব’, বলেন মুস্তাফিজ।
দ্বিতীয় দিনের উইকেটের সঙ্গে তৃতীয় দিনের উইকেটেরও পার্থক্য দেখছেন না এই বাঁহাতি পেসার। ‘দ্বিতীয় ও তৃতীয় দিনের উইকেটের মধ্যে আহামরি পার্থক্য দেখছি না। ’
অনেকদিন পর মুস্তাফিজও ফিরে পেয়েছেন তার হারানো বোলিং। তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার তিন উইকেট। বৃহস্পতিবার শুরুতে বল হাতে পেলে তার টার্গেট থাকবে শেষ উইকেটটাও তুলে নেওয়ার। তাই যদি হয় তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার উইকেট পাওয়া প্রথম বাংলাদেশি পেসার হবেন তিনি।
এ বিষয়ে মুস্তাফিজ বলেন, ‘আমি টেস্টে পাঁচ উইকেট পাইনি। চার উইকেট পেয়েছিলাম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। চেষ্টা থাকবে অস্ট্রেলিয়ার বিপক্ষেও চার উইকেট পাওয়ার। ’
চতুর্থ দিনের শুরুতেই মুস্তাফিজ তুলে নিক অস্ট্রেলিয়ার শেষ উইকেট। তারপর অস্ট্রেলিয়াকে বড়সড় একটি টার্গেট দিক বাংলাদেশ। মুস্তাফিজের মতো আপাত এই চাওয়া তো সব ক্রিকেটপ্রেমী বাংলাদেশিরও।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৭
টিএইচ/টিসি/এমজেএফ