২০৩ বলে ১৭৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুমিনুল। দ্বিতীয় দিনে আর মাত্র ৬ রান করলেই ছাড়িয়ে যাবেন নিজেকে।
তিন বছরের বেশি সময় পর সেঞ্চুরি উদযাপন করেছেন ২৬ বছর বয়সী মুমিনুল। এটি তার পঞ্চম আন্তর্জাতিক শতক। সবকটিই টেস্টে। চারটিই প্রিয় ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সীমিত ওভারে এখনো তিন অঙ্কের দেখা পাননি এই ব্যাটিং জিনিয়াস। চট্টগ্রামে মুমিনুলের চার সেঞ্চুরি
১৮১ রানের ইনিংসটি খেলেছিলেন চট্টগ্রামে ২০১৩ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে। পরের তিন সেঞ্চুরিতে আউট হননি। অপরাজিত ইনিংসগুলো যথাক্রমে ১২৬, ১০০, ১৩১।
মুমিনুলময় দিন বললেও ভুল হবে না। বাংলাদেশের হয়ে দ্রুততম ২ হাজার রানের রেকর্ড গড়েছেন। ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে। ২৬তম টেস্টের ৪৭ নম্বর ইনিংসে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন। ওপেনার তামিমের এই কীর্তিতে পৌঁছাতে ব্যাট করতে হয়েছে ৫৩টি ইনিংস। তামিমকে টপকে নতুন উচ্চতায় মুমিনুল
সেঞ্চুরি বঞ্চিত মুশফিকুর রহিমের (৯২) সঙ্গে তৃতীয় উইকেটে রেকর্ড পার্টনারশিপেরও জন্ম দিয়েছেন মুমিনুল। দু’জনের জুটিতে আসে ২৩৬। মুশফিক-মুমিনুলের রেকর্ড জুটি
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৮
এমআরএম