ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘আমাদের সামনের প্রশ্নবোধক চিহ্নটা সরে গেছে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, মে ২৭, ২০১৮
‘আমাদের সামনের প্রশ্নবোধক চিহ্নটা সরে গেছে’ মাহমুদউল্লাহ রিয়াদ-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

ঢাকা: টানা অনুশীলনের পর দুই দিনের বিশ্রাম। এরপর ২৯ জুন সকাল ১০টায় ভারতের উদ্দেশে যাত্রা করবেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। দেরাদুনে টাইগার দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে আফগানিস্তানের। র‍্যাংকিংয়ের ৮ নম্বর দলের সঙ্গে খেলতে হবে ১০ নম্বরে থাকা বাংলাদেশের। কতটা চ্যালেঞ্জিং হবে এই সিরিজ?

রোববার (২৭ মে) রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমন প্রশ্নের সামনেই পড়তে হয় টি-টোয়েন্টির সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। স্বভাবসুলভ মৃদু হাসিতে উত্তর দিলেন, ‘আসলে আমি এই জিনিসটা খুব স্বাভাবিকভাবে নিই।

র‌্যাঙ্কিংয়ের কথাই ধরি, র‌্যাঙ্কিংয়ে ওরা আট নম্বর, আমরা দশ নম্বর। আমি চ্যালেঞ্জটা যেভাবে দেখি, প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমরা যখন খেলি, ওটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। কিছুদিন আগেও আমাদের সামনে একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল। এখন ওটা আমাদের সামনে থেকে সরে গেছে। ’

শুধু প্রশ্নবোধক সরে যাওয়াকেই আসল সফলতা মানতে নারাজ অভিজ্ঞ ক্রিকেটার রিয়াদ। এই উন্নতিটা ধারাহিকভাবে করে যেতে হবে। বলেন, ‘প্রতিদিনই আমরা উন্নতি করছি। এই সিরিজটি আরও একটা সুযোগ, প্রতিটি ম্যাচ জেতার। এই সিরিজটা জিততে পারলে, পরবর্তী সব সিরিজের জন্য দারুণ সুযোগ তৈরি হবে। কোর্টনি (ওয়ালশ) একটু আগে বললেন, আমরা যে সংস্করণের ক্রিকেটই খেলি না কেন, সব ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচই আমাদের বুস্টআপ করবে পরের স্টেপে যাওয়ার ক্ষেত্রে। ’

সবশেষ নিদাহাস ট্রফিতে সাকিব আল হাসানের ইনজুরিতে অধিনায়কের দ্বায়িত্ব উঠেছিল রিয়াদের কাঁধে। সেই দায়িত্ব বেশ ভালভাবেই পালন করেছেন। দলকে নিয়ে গেছেন ফাইনালে। এমন সাফল্যের পর আফগানিস্তান সিরিজেও স্বভাবতই লক্ষ্য থাকবে ভালো কিছুর। তবে সহ-অধিনায়ক ভাবেন, পেছনের কিছু নয় ভাবতে হবে সামনের সময়টা নিয়ে।

তিনি বলেন, ‘সত্য কথা হচ্ছে নিদাহাস ট্রফির কথা এখন আর চিন্তাও করছি না। ওই সময়টা চলে গেছে। আমার জন্য যেটা করণীয়, দলের জন্য পরামর্শ দেওয়া, প্রতিটি খেলোয়াড়কে উজ্জীবিত করা এবং চেষ্টা করা আমরা সবাই মিলে কিভাবে ভালো পারফরম্যান্স করতে পারি। টিম ম্যানেজমেন্টের সবাই মিলে কাজ করছে। এই সিরিজটি অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। খুব একটা সহজ হবে না। আমাদের খুব ভালো ক্রিকেট খেলেই সিরিজটা জিততে হবে। এটাই এই মুহূর্তে সত্য। ’

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ২৭, ২০১৮

এমকেএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।