ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের অভিনন্দনে ভাসছেন সালমা-রুমানারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জুন ১০, ২০১৮
টাইগারদের অভিনন্দনে ভাসছেন সালমা-রুমানারা বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টে নারী ক্রিকেট দলের শিরোপা জয়। একাধিকবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যা পারেনি তাই করে দেখালেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। প্রথমবারের মতো নারী এশিয়া কাপে ভারতকে তিন উইকেটে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে বাংলাদেশ।

নারী ক্রিকেট দলের এমন সফলতায় তাদের অভিনন্দনের জোয়ারে ভাসাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে লিখেছেন, ‘দারুণ করেছো। অভিনন্দন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ’

ওয়ানডে অধিনায়ক লিখেছেন, 'মালয়েশিয়ায় অনুষ্ঠিত প্রমীলা এশিয়া কাপ টি-২০ ২০১৮ আসরে শিরোপা জিতেছে বাংলাদেশ মহিলা দল। প্রাণ ঢালা শুভেচ্ছা। '

তারকা ওপেনার তামিম ইকবাল তার শুভেচ্ছা বার্তার সঙ্গে জাতীয় ক্রিকেট দলের ড্রেসিং রুমের একটি ভিডিও পোষ্ট করেছেন আর লিখেছেন, ‘মেয়েদের অভিনন্দন। ’

স্পিড স্টার তাসকিন লিখেছেন, ‘অভিনন্দন নারীদের। এখন আমরা এশিয়ার চ্যাম্পিয়ন। ’

সাব্বির রহমান লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। আমরাই চ্যাম্পিয়ন। ’

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ১০, ২০১৮

এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।