গুজরাটে বন্যা পরিস্থিতির অবনতির কারণে দেশটির সেনাবাহিনী এরইমধ্যে অনেক এলাকা খালি করতে শুরু করেছে। অনেক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগেও অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
সামাজিক যোগযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা গেছে, বন্যার্তদের মাঝে খাদ্য বিতরণ করছেন ইউসুফ ও ইরফান। এছাড়া বন্যার্তদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছেন ইরফান। দুই ভাইয়ের এমন মানবিক দায়িত্ববোধে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে।
গত কয়েকদিন আগেই ভাদোদারা ও গুজরাটের বেশ কিছু জায়গা ভারী বর্ষণের কারণে তলিয়ে গেছে। গত ৩১ জুলাই মাত্র ১২ ঘণ্টায় এই অঞ্চলে রেকর্ড ৫৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যায় এরইমধ্যে ৫ জন নিহত হয়েছেন। প্রায় ৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
গুজরাটে বৃষ্টিপাতের পরিমাণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত বৃহস্পতিবার (১ জুলাই) ৫০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। শনিবার (৩ জুলাই) মাত্র ২ ঘণ্টার মধ্যেই ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এমএইচএম