ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফের উইলিয়ামসন-ধনঞ্জয়ার বোলিং অ্যাকশনে সন্দেহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
ফের উইলিয়ামসন-ধনঞ্জয়ার বোলিং অ্যাকশনে সন্দেহ উইলিয়ামসন-ধনঞ্জয়া। ছবি: সংগৃহীত

এর আগেও তাদের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। আবারও সেই একই অভিযোগ উঠলো নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ও লঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়ার বিরুদ্ধে।

সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টে মাত্র তিন ওভার বল করেন উইলিয়ামসন। আর তাতেই সন্দেহ দেখা দেয় তার বোলংয়ে।

স্বাগতিক শ্রীলঙ্কার ম্যাচে ৬ উইকেটে জয় পাওয়া এই ম্যাচে বাঁচতে পারেননি ডানহাতি অফস্পিনার ধনঞ্জয়াও। দুই ইনিংসে ৬২ ওভার বোলিং করে ৬ উইকেট শিকার করে দলকে জয়ে সাহায্য করলেও তার বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন উঠেছে।

গেলো বছরও বোলিং থেকে নিষিদ্ধ হন ধনঞ্জয়া। পরে বোলিং অ্যাকশন শুধরে ফিরেছেন মাঠে। কিন্তু ধরা পড়লেন আবারও।

অন্যদিকে ২০১৪ সালে সন্দেহজনক বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হন উইলিয়ামসন। এবার ধরা পড়লেন আবারও।

ম্যাচ অফিসিয়ালের অফিশিয়াল রিপোর্টের ভিত্তিতে দুই দলকেই এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। ১৪ দিনের মধ্যে উইলিয়ামসন ও ধনঞ্জয়াকে বোলিং পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ফল না আসা পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন এ দুই অফস্পিনার।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।