ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ পেলে সাফল্য আসবে টেবিল টেনিসে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ পেলে সাফল্য আসবে টেবিল টেনিসে ছবি:বাংলানিউজ

সাউথ এশিয়ান গেমসকে (এসএ) সামনে রেখে টেবিল টেনিস ফেডারেশনের অধীনে প্রস্তুতি শুরু করেছে খেলোয়াড়রা। তবে অল্প সময়ের এই অনুশীলনে সাফল্যে পাওয়া কঠিন। তারপর যোগ হয়েছে সার্ভিস দলে খেলোয়াড়দের অনুশীলন নিয়ে সমস্যা। চাকরির কারণে পুরোদমে অনুশীলন করতে পারছেন না তারা।

এসএ গেমসে টেবিল টেনিসে বাংলাদেশ দলের বলার মতো সাফল্য নেই। বিগত দুই আসরে দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছে টেবিল টেনিস দল।

আসছে আসরে বাংলানিউকে খেলোয়াড়রা তাদের লক্ষ্যের কথা জানান।

সোমা ও হৃদয় জানিয়েছেন এই অল্প সময়ের অনুশীলন দিয়ে স্বর্ণ পদক জয় করা সম্ভব নয়। তারা বলেন, ‘দীর্ঘমেয়দি ক্যাম্প করলে ভালো করা সম্ভব। তবে অল্প সময়ের ক্যাম্পেও ভালো করা সম্ভব। সেক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে। তবে এই সাউথ এশিয়ান গেমসে আমাদের লক্ষ্য থাকবে সিলভার পদক নিয়ে আসা। ’

টেবিল টেনিস দলের কোচ মোহাম্মদ আলীও জানান সাউথ এশিয়ান গেমেসে পদক জয় সম্ভব। তবে তিনি মনে করেন কোচের সংখ্যা বাড়ালে আর বেশি বেশি ম্যাচ খেলতে পারলে আসন্ন এসএ গেমসে ভালো করা যাবে। তিনি বলেন, ‘যতটুকু সময় রয়েছে সেই সময়টুকু ভালো ভাবে কাজে লাগাতে পারলে পদক পাওয়া কোনো ব্যাপার না। আমাদের শীর্ষ দুই খেলোযাড় কয়েক দিন আগে কমনওয়েলথ গেমসে খুব ভালো খেলেছে। সেই খেলা ধরে রাখতে পারলেই পদক আসবে। তবে কোচের সংখ্যা বাড়ালে ভালো হবে। আমার একার পক্ষে এত খেলোয়াড়কে কোচিং করানো কঠিন। ’

ফেডারেশনের সেক্রেটারি জাহাঙ্গীর আলমও বাস্তবতা মেনে নিয়েছেন। সেক্রেটারি বলেন, ‘অামাদের বর্তমান যে খেলার মান তাতে আমরা কোনোভাবেই ভারতের সাথে পারব না এটা সত্য। তবে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানো সম্ভব। দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ পেলে ভারতকেও আমরা হারাতে পারবো। এসএ গেমসের জন্য ইতোমধ্যে আমরা তিন জন কোচের সাথে কথা হয়েছে তারা যোগ দিলে আমাদের অনুশীলনাটা আরও ভালো হবে। ’

আট দেশের অংশগ্রহণে আগামী ০১ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে শুরু হবে সাউথ এশিয়ান গেমসের ১৩তম আসর। আর ১০ ডিসেম্বর পর্দা নামবে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।