ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান সফরে নারী ক্রিকেটের দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
পাকিস্তান সফরে নারী ক্রিকেটের দল ঘোষণা

স্বাগতিক পাকিস্তান নারী দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার (২২ অক্টোবর) পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৬, ২৮ ও ৩০ অক্টোবর হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। একই ভেন্যুতে ২ ও ৪ নভেম্বর হবে দুটি ওয়ানডে ম্যাচ।

বাংলাদেশ নারী দল: সালমা খাতুন (টি-টোয়েন্টি অধিনায়ক), রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান শুকতারা, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, লতা মণ্ডল, পান্না ঘোষ, এক্কা মণ্ডল, শারমিন সুলতানা, খাদিজা-তুল-কুবরা, ফারজানা হক পিংকি, শারমিন সুলতানা সুপ্তা ও সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ডবাই: নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, সোবহানা মোস্তারি, লাবনি আক্তার, জান্নাত অর্থি, সাবিনকুন নাহার জেসমিন ও হ্যাপি আলম।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
আরএআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।