ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চাপা কষ্ট বুকে নিয়ে লড়েছেন আকবর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
চাপা কষ্ট বুকে নিয়ে লড়েছেন আকবর শিরোপা হাতে আকবর

বিশ্বকাপের মতো আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন এটা ভাবতেই যেন মনটা আনন্দে নেচে ওঠে। ছোটদের হোক বা বড়দের; বিশ্বকাপ বলে কথা। আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল প্রথমবারে মতো বিশ্বকাপ জিতেছে। 

দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলেছে বাংলাদেশের যুবারা। এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রংপুরের ছেলে অধিনায়ক আকবর আলী।

কিন্তু চাপা কষ্ট বুকে নিয়ে খেলে গেছেন এই টাইগার যুবা। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দুই দিন আগে মাতৃতুল্য একমাত্র বোনকে হারিয়েছেন তিনি!

২৪ জানুয়ারি গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দুই দিন আগে জমজ সন্তান প্রসব করতে গিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান আকবরের বড় বোন। খবরটি আকবরের পারিবার তাকে দেননি। পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে এ ভয়েই দুঃসংবাদটি আকবরের কানে পৌঁছায়নি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পরেই আকবরকে জানানো হয়, তার বোনের মৃত্যুর সংবাদ। শোনার পর ভেঙে পড়েছিলেন যুবা অধিনায়ক। কিন্তু দলের অন্যান্য সদস্যরা তাকে মানসিকভাবে চাঙ্গা রাখতে সাহায্য করেন।

পুরো দলের দাযিত্ব আকবরের ওপর। তাই তিনিও আর দল ছেড়ে আসেননি। তবে বড় বোন হারানোর কষ্ট কি ভোলা যায় আর! তারপরও ঠান্ডা মাথায় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপের শিরোপা ঠিকই ঘরে তুলেছেন তরুণ এই ক্রিকেটার।

দলীয় সূত্রে জানা জানা যায়, বড় বোনের সঙ্গে আকবরের সম্পর্ক ছিলো মায়ের মতোই। ছোট ভাইয়ের কোনো আবদারই অপূর্ণ রাখেননি তিনি। পাঁচ ভাইবোনের মধ্যে বো্ন ছিলেন সবার বড়।

এই সকল তথ্যই সোমবার (১০ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার মোহাম্মদ কায়সার। তিনি জানান, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দুই দিন আগে আকবরের বোন মারা গিয়েছিলো। কিন্তু তার পরিবার খবরটি দিতে মানা করেছিলো। ম্যাচের পর আকবরকে জানানো হয়। আকবর অবশ্য শোনার পর ভেঙে পড়েছিলো। কিন্তু দল ছেড়ে আর আসেনি। ’ 

নিঃসন্দেহে আকবর দেশে জন্য অনেক বড় ত্যাগ স্বীকার করেছেন। হয়তো এই ঋণ কোনোদিন শোধ করা যাবে না। বিশ্বকাপজয়ী এই তরুণ অধিনায়ককে শুধু স্যালুট দিয়ে সম্মান করা যায়।  

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।