গত ২৯ মার্চ আইপিএল মাঠে গড়ানোর কথা ছিল। তবে করোনা ভাইরাসের কারণে সেটি ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়।
পিটারসেন বলেন, ‘জুলাই-আগস্ট মাসের দিকে আইপিএল শুরু করা যেতে পারে। ‘আমার বিশ্বাস, ক্রিকেট মৌসুম দ্রুত শুরু হবে। খেলা শুরু হওয়ার অপেক্ষায় বসে আছে প্রত্যেক ক্রিকেটার। ’
তবে পিটারসেনের মতে আপাতত দর্শকশূণ্য ভাবেই আইপিএল হতে পারে। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় এই মুহূর্তে দর্শকদের মাঠে এসে ঝুঁকি নিয়ে খেলা দেখাটা ঠিক হবে না। তাদের এটা বোঝা উচিৎ তারা এখন মাঠে বসে খেলা দেখতে পারবে না। কিছুদিন তাদের সরাসরি খেলা দেখা থেকে দূরে থাকাটাই ভালো।
আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মনে করছে তাদের প্রায় ৪ হাজার কোটি টাকার ক্ষতি হবে।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২০
আরএআর/এমএমএস