ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

১৫ জুনের আগে শুরু হচ্ছে না রোনালদোদের লিগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মে ১৯, ২০২০
১৫ জুনের আগে শুরু হচ্ছে না রোনালদোদের লিগ ...

করোনা ভাইরাসের কারণে স্থগিত হওয়া সিরিআ লিগ আগামী ১৫ জুনের আগে শুরু হচ্ছে না বলে জানানো হয়েছে। জার্মানির বুন্দেসলিগা শুরু হলে ইতালিয়ান ফুটবলের সর্বোচ্চ এই লিগ শুরু হতে আরও এক মাস সময় লাগবে জানায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

সংস্থাটি থেকে এক বিবৃতিতে জানানো হয়, অন্তত ১৪ জুন পর্যন্ত স্থগিত থাকবে দেশটির শীর্ষ ফুটবল প্রতিযোগিতাটি। যদিও আগামী ১৩ জুন সরকারের অনুমোদন সাপেক্ষে লিগ মাঠে ফেরানোর পরিকল্পনা করেছিল কর্তৃপক্ষ।

গত ৯ মার্চ থেকে স্থগিত আছে সিরিআ লিগ। প্রায় প্রতিটি দলেরই এই মৌসুমে এখনও  ১২টি করে ম্যাচ বাকি  রয়েছে।

এদিকে ইতোমধ্যে একক ভাবে অনুশীলন শুরু করা ক্লাবগুলোর সোমবার(১৮ মে) দলীয় অনুশীলন শুরু করার কথা ছিল। তবে দেশটির করোনাভাইরাস টেকনিক্যাল কমিটির সঙ্গে মতের মিল না হওয়ায় সেই সিদ্ধান্ত থেকেও ক্লাবগুলো পিছিয়ে এসেছে।

লিগে ২৬ ম্যাচে ৬৩ নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রোনালদো-দিবালাদের জুভেন্টাস। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে  লাৎসিও দ্বিতীয়স্থানে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ১৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।