ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

এভিয়াট্যুর

ঢাকায় ফ্লাইট চালুর অনুমতি পেলো শ্রীলঙ্কান এয়ারলাইন্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২০
ঢাকায় ফ্লাইট চালুর অনুমতি পেলো শ্রীলঙ্কান এয়ারলাইন্স সংগৃহীত ছবি

ঢাকা: করোনার কারণে বেশ কিছু দিন বন্ধ থাকার পর ৬ষ্ঠ বিদেশি এয়ারলাইন্স হিসেবে ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই অনুমতি দেয়।

শ্রীলঙ্কান এয়ারলাইন্স কলম্বো-ঢাকা রুটে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে।

তবে কবে থেকে ফ্লাইট পরিচালনা করবে সে বিষয়ে কোনো ঘোষণা দেয়নি এয়ারলাইন্সটি।

সম্প্রতি ঢাকায় ফ্লাইট চালুর অনুমতি চেয়ে বেবিচকের কাছে অনুমতি চাইলে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) সোহেল মোহাম্মদ কামরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।