২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনালে হেরে হতাশ মেসি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে তিন সপ্তাহ পরেই আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসেন তিনি।
৩১ বছরে পা দেওয়া মেসির জন্য রাশিয়াতেই শেষ বিশ্বকাপ ধারণা করছেন সবাই। তাই প্রত্যাশার চাপও তার ওপর পাহাড় সমান ছিলো। কিন্তু চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার দুই ম্যাচের একটিটেও খুঁজে পাওয়া যায়নি তাকে। তাই তার অবসরের দাবি ওঠে।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘সবসময়ই আমার বিশ্বকাপ উঁচিয়ে ধরার স্বপ্ন ছিল। আমি সেই মুহূর্তটার কথাই চিন্তা করি। এটি পৃথিবীর সব আর্জেন্টাইন সমর্থকদেরও খুশি করবে। তাই আমরা আশা ছেড়ে দিতে পারি না। আমি সব রকম গুরুত্বপূর্ণ শিরোপাই জিতেছি। কিন্তু দেশের হয়ে বিশ্বচ্যাম্পিয়ন না হয়ে অবসর নিতে পছন্দ করব না। ’
প্রথম দুই ম্যাচে ড্র ও হার নিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার আশঙ্কায় রয়েছে মেসির আর্জেন্টিনা। শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিতলেও পরের রাউন্ডে যাওয়ার জন্য তাদের তাকিয়ে থাকতে হবে আইসল্যান্ডের দিকে।
২০২২ সালের কাতার বিশ্বকাপে মেসির বয়স হবে ৩৫ বছর। সেই বয়সে সেরা ফর্মের মেসিকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তাই মেসির হাতে বিশ্বকাপ উঠতে হলে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে একযোগে দলের সবাইকে জ্বলে উঠতে হবে।
আগামী ২৬ জুন প্রথম পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হবে মেসির দল। বাঁচা-মরার ম্যাচে যে কোনো মূল্যেই নাইজেরিয়ার বিপক্ষে জিততে হবে তাদের। আর তা না হলে রাশিয়া বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাবে সাদা-আকাশি জার্সিধারীদের।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এমকেএম/এমজেএফ