কার্ডিফে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। যেখানে এক সাকিব আল হাসান ছাড়া ব্যাটিংয়ে অন্য কেউই জ্বলে উঠতে পারেননি।
ম্যাচ শেষে দলনেতা মাশরাফি বলেন, ‘আমার মনে হয় ৩৮৯ (হবে ৩৮৭) ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন লক্ষ্য। প্রথম চার বা পাঁচ ওভার আমাদের নিয়ন্ত্রণে ছিল, তবে এরপরই তারা ম্যাচটি কেড়ে নেয়। আমরা জানতাম রয়কে (জেসন) আউট করতে পারলে আমরা ম্যাচে ফিরতে পারতাম। ’
এদিন টসে জিতে ফিল্ডিং বেছে নেন মাশরাফি। তবে আগে ব্যাটিং করলেই সুবিধে হতো এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। পাশাপাশি সাকিবেরও প্রশংসা করেছেন, ‘৩২০-৩৩০ তাড়া করাটা অন্যরকম হতে পারতো। তবে সাকিব প্রথম ম্যাচ থেকেই দারুণ ছন্দে রয়েছে। তিন নম্বরে ব্যাটিং ও বোলিংয়েরও অসাধারণ করছে। আমাদের এখনও ছয়টি ম্যাচ বাকি রয়েছে, আশাকরি অন্যরাও জ্বলে উঠবে। আর আমাদের পরের সবকটি ম্যাচই জিততে হবে। ’
আগামী ১১ জুন ব্রিস্টলে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, জুন ০৯, ২০১৯
এমএমএস