ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরলেন মাশরাফিরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরলেন মাশরাফিরা দেশে ফেরার পর মাশরাফিরা: ছবি-শোয়েব মিথুন

নিজেদের বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। রোববর (জুলাই ০৭) বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় মাশরাফি বাহিনী। এরই ফলে আয়ারল্যান্ড সফর ও বিশ্বকাপ মিশনসহ প্রায় আড়াই মাসের সফরের পরিসমাপ্তি হলো বাংলাদেশ দলের।

বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল ভালো ও খারাপের সংমিশ্রণ। সেমিফাইনালে খেলার আশা থাকলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় বাংলাদেশ।

তবে ইতিবাচক ব্যাটিং পারফরম্যান্সের জন্য বিশ্ব মিডিয়ায় ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছে টাইগাররা। বিমানবন্দরে ক্রিকেটাররা-ছবি: শোয়েব মিথুনদক্ষিণ আফ্রিকার বিপক্ষ জয় দিয়ে স্বপ্নের মতো শুরু হয়েছিলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন। তবে বাজে বোলিং ও ফিল্ডিংয়ের কারণে শেষ পর্যর্ন্ত আশা জাগিয়েও সেমিফেইনালে খেলা হয়নি বাংলাদেশের।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ