ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিচ্ছিন্ন ঘটনায় তিন সিটিতে ভোট শেষ, চলছে গণনা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
বিচ্ছিন্ন ঘটনায় তিন সিটিতে ভোট শেষ, চলছে গণনা  ভোট দেওয়ার জন্য কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন।

ঢাকা: বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। ঢাকা উত্তর (ডিএনসিসি) ও সর্বশেষ সিটির অনুমোদন পাওয়া ময়মনসিংহ সিটি করপোরেশন বাদে ভোটের মাধ্যমে নতুন নগরপিতা পেয়েছে বাকি ১০টি সিটি।

সোমবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করপোরেশনগুলোতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে তিন সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

 

এর মধ্যে কারচুপি, জাল ভোট, ব্যালট ছিনতাইয়ের অভিযোগ, ছুরিকাঘাত, হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষের পাল্টাপাল্টি অভিযোগসহ গুলির ঘটনাও ঘটেছে। এসব ঘটনার জের ধরে বিএনপিসহ কয়েকজন প্রার্থী ভোট বর্জন করে তা বাতিলের দাবিও জানিয়েছেন।

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, তিন সিটি নির্বাচনে আওয়ামী লীগের রাজত্ব কায়েম হয়েছে। ভোট কারচুপির মাধ্যমে নীলনকশার নির্বাচন বাস্তবায়ন করা হচ্ছে।  তবে তিন সিটি করপোরেশনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।  রাজশাহীর মৌলভি বুধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আ'লীগ সমর্থককে ছুরিকাঘাত।  ছবি: বাংলানিউজসিলেট সিটি করপোরেশন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে নগরের বখতেয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে। এতে তালহা খান প্রত্যয় (৪৪) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

ব্যাপক ভোট কারচুপির অভিযোগ করে সিলেট সিটি নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, এই প্রহসনের নির্বাচন মানি না। এই নির্বাচনে জয়ী হলেও আমি মানি না। এ নির্বাচন বাতিল করে আমি আবারো ভোটগ্রহণের দাবি জানাচ্ছি।

কারচুপি, ব্যালট ছিনতাই, এজেন্টকে বের দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের দু’টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।  

কেন্দ্র দু’টি হলো-২৪ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাজী বোরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের সমর্থকদের মধ্যে হাতাহাতি।  ছবি: বাংলানিউজ

সিসিক নির্বাচনে মহানগরের খাজদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের তিনটি কক্ষের ব্যালট পেপার ছিনতাই ও একটি কক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পর কক্ষগুলো তালাবদ্ধ করে দেন সংশ্লিষ্ট দুই প্রিজাইডিং অফিসার। সোয়া ঘণ্টা পর আবার ভোটগ্রহণ শুরু হয়।

এর আগে জনগণ যে রায় দেবে তা মেনে নেবেন বলে ভোট দিয়ে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন সিসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।  

আর বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী তার ভোটাধিকার প্রয়োগ করে সাংবাদিকদের সঙ্গে আলাপে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নিজের ‘শঙ্কা’র কথা জানান।  

অন্যদিকে সিসিক নির্বাচনে ভোট দেওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার দল আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পাশাপাশি বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীরও প্রশংসা করেছেন।

রাজশাহী সিটি করপোরেশন

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ভোটকেন্দ্রে সজল নামে এক আওয়ামী লীগ সমর্থককে ছুরিকাঘাত করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে ভোটকেন্দ্রে সজল নামে এক আওয়ামী লীগ সমর্থককে ছুরিকাঘাত করা হয়েছে।  রাজশাহী সিটি করপোরেশনের নিজ কেন্দ্রের বাইরে মাঠে বসে আছেন বুলবুল।  ছবি: বাংলানিউজ
রাসিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন তার নিজ কেন্দ্রে ভোট দিয়ে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। এ সময় লিটন সমৃদ্ধ রাজশাহী গড়ার স্বপ্ন দেখান। আর বিজয়ী যে-ই হোক, রাজশাহীর উন্নয়নে একসঙ্গে কাজ করবেন বলেও জানান।

আর স্যাটেলাইট স্কুল মাঠ কেন্দ্রে ভোট দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভোট দেননি বিএনপি মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। এ সময় তিনি সাংবাদিকদের বলেন,  ‘যে দেশে গণতন্ত্র নেই সেখানে আমার ভোট দিয়ে কোন লাভ নেই, কারো সঙ্গে কোনো ঝামেলাও করতে আমি রাজি নই’।

বরিশাল সিটি করপোরেশন

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের সব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রেখে পুনরায় তফসিল ঘোষণা করে নতুন নির্বাচন দাবি জানিয়েছেন লাঙল প্রতীকের মেয়রপ্রার্থী ইকবাল তাপস (জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত)।  আর সমাজতান্ত্রিক দল (বাসদ) সমর্থিত মেয়রপ্রার্থী ডা. মনীষা চক্রবর্তীকে আওয়ামী লীগ মেয়রপ্রার্থীর পোলিং এজেন্টরা শারীরিক লাঞ্ছনা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একইসঙ্গে সব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের দাবি জানিয়েছেন মনীষা চক্রবর্তী।

বিসিসি নির্বাচনে নগরের ১০ নম্বর ওয়ার্ডের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে জয়নাল আবেদীন ও এটিএম শহীদুল্লাহ কবিরের সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে প্রথমে মারামারি ও পরে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  

বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরওয়ার সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি তিনি নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাওসহ কমিশনের বিরুদ্ধে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন।  

ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী ওবাইদুর রহমান মাহাবুব নির্বাচনে কারচুপি ও এজেন্টদের মারধর পর কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন।

এর আগে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মেয়রপ্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আর নির্বাচন বর্জনের আগে বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরওয়ার ভোট দিতে গিয়ে আওয়ামী লীগের মেয়রপ্রার্থীর কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ার অভিযোগ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এমএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ