ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রাসিকের কাউন্সিলর হলেন যারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
রাসিকের কাউন্সিলর হলেন যারা

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৬০ জন প্রার্থী। এছাড়াও ১০টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদের প্রার্থী ছিলেন ৫২ জন।

সোমবার (৩০ জুলাই) রাতে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ আমিরুল ইসলাম ওয়ার্ড কাউন্সিলের বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।  

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংরক্ষিত ওয়ার্ডের নারী বিজয়ীদের নাম জানা যায়নি।

 

রাসিকের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বিজয়ীরা হলেন- ০১ নং ওয়ার্ডে রজব আলী, ০২ নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ০৩ নং ওয়ার্ডে কামাল হোসেন, ০৪ নং ওয়ার্ডে রুহুল আমিন টুনু, ০৫ নং ওয়ার্ডে কামরুজ্জামান কামরু, ০৬ নং ওয়ার্ডে নুরুজ্জামান টুকু, ০৭ নং ওয়ার্ডে মতিউর রহমান মতি, ০৮ নং ওয়ার্ডে এসএম মাহাবুবুল হক পাভেল, ০৯ নং ওয়ার্ডে রেজাউন নবী দুদু, ১০ নং ওয়ার্ডে আব্বাস আলী সরদার, ১১ নং ওয়ার্ডে রবিউল ইসলাম তজু, ১২ নং ওয়ার্ডে সরিফুল ইসলাম বাবু, ১৩ নং ওয়ার্ডে আব্দুল মোমিন, ১৪ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন আনার, ১৫ নং ওয়ার্ডে আব্দুস সোবহান লিটন, ১৬ নং ওয়ার্ডে বেলাল আহম্মেদ, ১৭ নং ওয়ার্ডে শাহাদৎ আলী শাহু, ১৮ নং ওয়ার্ডে শহিদুল ইসলাম পচা, ১৯ নং ওয়ার্ডে তৌহিদুল ইসলাম সুমন, ২০ নং ওয়ার্ডে রবিউল ইসলাম সরকার, ২১ নং ওয়ার্ডে নিযামুল আজীম নিযাম, ২২ নং ওয়ার্ডে আব্দুল হামিদ সরকার টেকন, ২৩ নং ওয়ার্ডে মাহাতাব হোসেন চৌধুরী, ২৪ নং ওয়ার্ডে আরমান আলী, ২৫ নং ওয়ার্ডে তরিকুল আলম পল্টু, ২৬ নং ওয়ার্ডে আক্তারুজ্জামান কোয়েল, ২৭ নং ওয়ার্ডে আনোয়ারুল আমিন আজব, ২৮ নং ওয়ার্ডে আশরাফুল হাসান বাচ্চু, ২৯ নং ওয়ার্ডে মাসুদ রানা শাহিন ও ৩০ নং ওয়ার্ডে শহিদুল ইসলাম পিন্টু।  

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮

এসএস/এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নির্বাচন ও ইসি এর সর্বশেষ