ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

দৃক গ্যালারিতে আফজাল নাজিমের আলোকচিত্র প্রদর্শনী

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১০
দৃক গ্যালারিতে আফজাল নাজিমের আলোকচিত্র প্রদর্শনী

১২ নভেম্বর বিকেলে ধানমন্ডি দৃক গ্যালারিতে শুরু হলো আফজাল নাজিমের ‘ড্রিমস্কেইপ’ আলোকচিত্র প্রদর্শনী। এ তরুণ আলোকচিত্রী প্যানাসনিক লুমিক্স আয়োজিত উপমহাদেশের প্রথম ফটোগ্রাফি রিয়েলিটি শো ‘লুমিক্স কিক টু ফেইম’ এর গ্র্যান্ড জয়ী।

 

প্রদর্শনীর ছবিগুলোর মধ্যে যেমন রয়েছে পাহাড়, ঝর্না, নদী, সমুদ্র, গাছ, পাখি, কীটপতঙ্গের মত প্রাকৃতিক বৈচিত্রপূর্ণ বিষয়, তেমনি রয়েছে লোকালয়ের বিচিত্র জীবনও। এখানে স্থান পাওয়া ছবিগুলি প্রায় সবই ডিসেম্বর ২০০৯ থেকে সাম্প্রতিক সময়ে তোলা।

প্যানাসনিকের সৌজন্যে আয়োজিত এই আলোচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ‘লুমিক্স কিক টু ফেইম’ এর বিচারক রাশেদ তালুকদার ও মুনিরা মোর্শেদ মুন্নী। প্রদর্শনী চলবে প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত। শেষ হবে ১৪ নভেম্বর।

বাংলাদেশ স্থানীয় সময় : ১৮৩০, নভেম্বর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।