একাত্তরের ১৬ ডিসেম্বরের আগ পর্যন্ত বাঙালির হাজার বছরের ইতিহাস পরাধীনতারই ইতিহাস। যদিও স্বাধীনতার স্পৃহা ও সংগ্রাম সে চিরকালই জারি রেখেছিল আগ্রাসনকারীদের বিরুদ্ধে।
উত্তরের দীর্ঘ জনপদ ঘুরে, দিনের পর দিন নথিপত্র ঘেঁটে সেই অনালোকিত ইতিহাসের একটি বিরাট উন্মোচন ঘটিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার তার সুদীর্ঘ উপন্যাস ‘পিতৃগণ’-এ। এ রচনা আমাদের সাহসী পূর্বপুরুষদের আখ্যান, যে আখ্যান জানায় তার বীরত্ব ও স্বাধীনতার বিরামহীন পিপাসার কথা।
‘পিতৃগণ’ আসলে ফিকশনের আড়ালে আমাদের জাতির হতিহাস, ইতিহাসের আড়ালে এক নিবিড় ফিকশন।
এই মহাকাব্যিক উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশ করছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি।
প্রতি শনিবার পড়ুন শিল্প-সাহিত্য বিভাগে