ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিল্পী রফিকুন নবীর ড্রইং প্রদর্শনী

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১০
শিল্পী রফিকুন নবীর ড্রইং প্রদর্শনী

৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে ধানমন্ডির গ্যালারি চিত্রকে উদ্বোধন হলো শিল্পী রফিকুন নবীর একক ড্রইং প্রদর্শনী। এ প্রদর্শনীর শিরোনাম দেয়া হয়েছে ‘ড্রইংস অফ রফিকুন নবী’।

প্রদর্শনীটি উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুস্তাফা মনোয়ার ও রফিকুন নবী।

কলেজজীবন থেকেই রফিকুন নবীর আঁকা ছবি স্থান করে নেয় বিভিন্ন প্রদর্শনীতে। ১৯৭৮ সালে বিচিত্রায় ছাপা হওয়া ‘টোকাই’ শিরোনামে স্ট্রিপ কার্টুনের মাধ্যমেই প্রথম সুধীমহলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এরপর ‘টোকাই’ সিরিজ আকারে অসংখ্য কার্টুন এঁকেছেন তিনি। টোকাইয়ের ২৫ বছর পূর্তিতে গ্যালারি চিত্রকে এর আগে তার একক প্রদর্শনী হয় ২০০৪ সালে৷  

বাংলাদেশ ছাড়াও ভারত, গ্রিস, যুগোস্লাভিয়া, জার্মানি, মালয়েশিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য, নরওয়ে, রুমানিয়া, ইরান, চীন, জাপান, হংকং, দক্ষিণ কোরিয়া, ভিয়েনা, বুলগেরিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তার ছবির প্রদর্শনী হয়েছে৷

বর্তমান প্রদর্শনীতে শিল্পীর চারকোল, ড্রাই প্যাস্টেল, কালি-কলম, জলরঙ ও মিশ্র মাধ্যমে আঁকা ৫০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। এখানকার ছবিগুলো মূলত ড্রয়িংভিত্তিক, এগুলি বেশিরভাগই সাম্প্রতিক সময়ে আঁকা। এক্ষেত্রে তিনি ছবির বিষয় হিসেবে বেছে নিয়েছেন প্রকৃতি, গ্রাম-বাংলার জনজীবন, মানুষ, দৈনন্দিন সংকট, রাষ্ট্রীয় অস্থিরতা, পশুপাখিসহ আশপাশের চেনাজগতকে।

শিল্পী রফিকুন নবী প্রদর্শনী সম্পর্কে বলেন ,‘এই প্রদর্শনীর ড্রইংগুলি নিতান্তই আমার ভালোলাগাকে প্রাধান্য দিয়ে। যখন যা ভাবনায় এবং হাতে এসেছে তাই আঁকার চেষ্টা করেছি স্মৃতিকে অবলম্বন করে। ’  

প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত। শেষ হবে ২০ ডিসেম্বর।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯১৫, ডিসেম্বর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।