একটি বই। দাম সাড়ে ১১ মিলিয়ন ডলার! বইটির নাম ‘বার্ডস অব আমেরিকা’।
নিলাম প্রতিষ্ঠান সোথবি ৭ ডিসেম্বর বইটি লন্ডনে বিক্রি করে আশাতীত দামে। খ্যাতিমান পাখি-বিশারদ এবং চিত্রকর জঁ হাইমে আদুবোঁর এই বইটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দামি বই হিসেবে বিবেচিত হচ্ছে।
হাইতিতে জন্মগ্রহণকারী ফরাসি বংশোদ্ভূত আদুবোঁ উত্তর আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করেছিলেন ১৭৮৫ থেকে ১৮৫১ সাল পর্যন্ত।
সোথবির একজন মুখপাত্র সংবাদ-মাধ্যমকে জানান, সম্ভ্রান্ত ব্রিটিশ নাগরিক লর্ড হেসকেথের কাছ থেকে বইটি কিনেছিলেন লন্ডনের এক ডিলার মাইকেল টোলেমাক। তার মালিকানা থেকেই নিলামে তোলা হয় বইটি।
বাংলাদেশ স্থানীয় সময় ১৬৫৪, ডিসেম্বর ৮, ২০১০