ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

পৃথিবীর সবচেয়ে দামি বই

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১০
পৃথিবীর সবচেয়ে দামি বই

একটি বই। দাম সাড়ে ১১ মিলিয়ন ডলার! বইটির নাম ‘বার্ডস অব আমেরিকা’।

পৃথিবীর সবচেয়ে দামি এই বইটিতে রয়েছে তথ্যসম্বলিত পাখির ছবি।

নিলাম প্রতিষ্ঠান সোথবি ৭ ডিসেম্বর বইটি লন্ডনে বিক্রি করে আশাতীত দামে। খ্যাতিমান পাখি-বিশারদ এবং চিত্রকর জঁ হাইমে আদুবোঁর এই বইটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দামি বই হিসেবে বিবেচিত হচ্ছে।

হাইতিতে জন্মগ্রহণকারী ফরাসি বংশোদ্ভূত আদুবোঁ উত্তর আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করেছিলেন ১৭৮৫ থেকে ১৮৫১ সাল পর্যন্ত।

সোথবির একজন মুখপাত্র সংবাদ-মাধ্যমকে জানান, সম্ভ্রান্ত ব্রিটিশ নাগরিক লর্ড হেসকেথের কাছ থেকে বইটি কিনেছিলেন লন্ডনের এক ডিলার মাইকেল টোলেমাক। তার মালিকানা থেকেই নিলামে তোলা হয় বইটি।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬৫৪, ডিসেম্বর ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।