নিলামে উঠেছে উইলিয়াম শেকসপিয়রের নাটক সংকলন ‘ফার্স্ট ফোলিও’। নিলাম চলবে এক মাস।
সংকলনটি সর্বপ্রথম প্রকাশিত হয় ১৬৬৩ সালে, শেকসপিয়রের মৃত্যুর সাত বছর পর। এতে শেকসপিয়রের মোট ৩৬টি নাটক স্থান পেয়েছে। লেখকের বন্ধু জন হেমিংস ও হেনরি কনডেল বইটি প্রস্তুত ও প্রকাশ করেন। ফার্স্ট ফোলিও বইটি শেকসপিয়রের অন্তত ২০টি নাটকের টেক্সটের প্রামাণিক দলিল হিসেবে বিবেচনা করা হয়। পেরিকিস, প্রিন্স অব টায়ার. টু নোবল কিন্সমেন ও লাভারস লেবারস ওনসহ সব নাটকই শেকসপিয়রের লেখা বলে ধরে নেওয়া হয়।
ব্রিটেনের বিখ্যাত নিলামঘর শোথবি’স ৭ ডিসেম্বর মঙ্গলবার এ নিলামের ঘোষণা দেয়।
বাংলাদেশ সময় ২১০০, ডিসেম্বর ৮, ২০১০